শুক্রবার থেকে শুরু হয়েছে ভারতে এবং ইংল্যান্ডের মধ্যে টেস্ট ম্যাচ। এই ম্যাচে টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিং করতে পাঠায় ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। প্রথম দিনে ব্যাট হাতে বিরাট, পুজারা ব্যর্থ হলেও দুর্দান্ত ব্যাটিং করেন ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজা। পন্থ করেন 146 রান। জাডেজার সঙ্গে ষষ্ঠ উইকেটের জুটিতে পন্থ যোগ করলেন ২২২ রান। প্রথম দিনের শেষে ৮৪ রানে অপরাজিত ছিলেন রবীন্দ্র জাদেজা। প্রথম দিনের শেষে ভারতের স্কোর ছিল সাত উইকেটের বিনিময়ে ৩৩৮ রান।
দ্বিতীয় দিনে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই দ্রুত গতিতে রান তুলে নিয়ে নিজের সেঞ্চুরি পূরণ করে ফেলেন রবীন্দ্র জাদেজা। তাকে যোগ্য সঙ্গ দেন মহম্মদ সামি এবং যাশস্প্রীত বুমরাহ। ১০৪ রানের ইনিংস খেলে আউট হন রবীন্দ্র জাদেজা। অপর দিকে 16 বলে 31 রানের অপরাজিত বিধ্বংসী ইনিংস খেলেন অধিনায়ক যাশস্প্রীত বুমরাহ। ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৪১৬ রানে।
জবাবে ব্যাট করতে নেমে বুমরাহর বিধ্বংসী বোলিংয়ের সামনে একের পর এক উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। নিয়মিত ব্যবধানে ইংল্যান্ডের উইকেট তুলে নেয় অধিনায়ক বুমরাহ। দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৫ উইকেট হারিয়ে ৮৪ রান। ভারত এগিয়ে রয়েছে 332 রানে।