রণবীর কাপুর,বলিউড,বিনোদন,সাক্ষাৎকার,অমিতাভ বচ্চন,শাহরুখ খান,Ranbir Kapoor,Bollywood,Entertainment,Interview,Amitabh Bachchan,Sharukh Khan

‘এখনও অভিনেতা হতে পারিনি’, আক্ষেপের সুর ‘শামশেরা’ খ্যাত অভিনেতা রণবীর কাপুরের গলায়

এক দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন রণবীর কাপুর। ভিন্ন ঘরানার চরিত্রে অভিনয় করে ছক ভাঙতে বিশেষ পারদর্শী তিনি। এযাবৎ নিজের অভিনয় জীবনে একাধিক ব্লক ব্লাস্টার ছবি উপহার দিয়েছেন সিনেমাপ্রেমীদের। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে তার নতুন ছবি ‘শামশেরা’। সম্প্রতিই প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। খুব স্বাভাবিক ভাবেই ছবি নিয়ে জোরকদমে আলোচনা শুরু হয়ে গেছে অনুরাগীদের মধ্যে।

তিনি যে একজন প্রতিভাধর অভিনেতা তাতে কোনো সন্দেহ নেই। কোটি কোটি ভক্তদের পছন্দের নায়ক হয়েও তিনি নিজে কি নিজের ফেভারিট? সম্প্রতি এক একান্ত সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, ‘হিন্দি ছবির নায়ক হওয়ার স্বপ্ন এখনও অপূর্ণ এবং তিনি সবসময় অমিতাভ বচ্চন বা শাহরুখ খানের মতো তারকা হওয়ার স্বপ্ন দেখেন।’ সম্প্রতিই YRF তাদের টেপস ‘দ্য হিরো’এর দ্বিতীয় পর্ব প্রকাশ করছে। এই পর্বেই রণবীর নিজের এই ইচ্ছের কথা জানিয়েছেন।

ভিডিওটির শুরুতে দেখা যাচ্ছে রণবীর, অমিতাভ বচ্চনের ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘দিওয়ানা’ ছবির একটি দৃশ্যে অভিনয় করছেন রণবীর। এই ছবিরই একটি লাইন তোমরা আমাকে খুঁজছ আর আমি এখানে তোমাদের জন্য অপেক্ষা করছি” নিজের মতো করে বলছেন রণবীর।

রণবীর আরও বলেন, “বড়ো হতে হতে আমি সম্পূর্ণ রূপে আমার পছন্দের হিরোদের অনুকরণ করতে শুরু করলাম‌। তারা কীভাবে কথা বলে, তারা কী পোশাক পরে, কীভাবে কথা বলে সবকিছুই অনুপ্রাণিত করতে লাগলো আমাকে। কিন্তু অদ্ভুতভাবে আমি নিজে যখন অভিনেতা হলাম আমি এমন ধরণের ছবি পছন্দ করতে লাগলাম যেগুলো আমার হিরোরা কোনোদিনই করতোনা‌। আর এভাবেই আমি আমার মধ্যেকার হিরোকে সন্তুষ্ট করতাম। কিন্তু আমি যখন আমার ১২ বছর বয়সে ফিরে যাই আমার মনে হয় আমার স্বপ্ন এখনও অসম্পূর্ণ।”

Avatar

Moumita

X