ফের রেকর্ড! ধোনিকে টপকানোর পর পন্থ ভেঙে দিলেন ৬৯ বছরের রেকর্ড

বিদেশের মাটিতে ঋষভ পন্থের পারফরম্যান্স দিনের পর দিন আরও ভালো হয়ে চলেছে। বিদেশের মাটিতে একের পর রেকর্ড গড়ে কিংবদন্তি উইকেট রক্ষকদের টপকে যাচ্ছেন ঋষভ পন্থ।

এই মুহূর্তে ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলছে ভারতীয় দল। ইংল্যান্ডে গিয়ে একের পর এক কীর্তি গড়ে চলেছেন ঋষভ পন্থ। প্রথম ভারতীয় উইকেট কিপার হিসাবে ইংল্যান্ডে দু’টি শতরান রয়েছে তাঁর। দ্বিতীয় ইনিংসে রান করে আরও একটি পালক নিজের মুকুটে জুড়ে নিলেন পন্থ। ভেঙে দিলেন ৬৯ বছর পুরনো রেকর্ড।

এশিয়ার বাইরে কোনও দেশে ভারতীয় উইকেটকিপার হিসাবে সর্বোচ্চ রান ছিল বিজয় মঞ্জরেকরের। ১৯৫৩-য় কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ১৬১ রান করেছিলেন তিনি। সেই রেকর্ড ভেঙে দিলেন পন্থ। প্রথম ইনিংসে ১৪৬ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৫৭ রান করে আউট হয়ে গিয়েছেন তিনি। দু’ইনিংস মিলিয়ে তাঁর মোট রান হল ২০৩। সেই সঙ্গে পন্থ ভেঙে দিলেন ৬৯ বছর পুরনো বিজয় মঞ্জরেকরের রেকর্ড।

Avatar

Koushik Dutta

X