কয়েক মাস আগে হঠাৎই সমস্ত ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি। এখন তিনি শুধুমাত্র একজন ক্রিকেটার হিসেবেই ভারতীয় দলে থাকেন। তবে অধিনায়কত্ব ছাড়ার পর কোহলির যে বিষয়ে সব থেকে বেশি পরিবর্তন এসেছে সেটা হল ঘন ঘন বিশ্রাম নেওয়া।
অধিনায়কত্ব ছাড়ার পর থেকে একাধিক বার বিশ্রাম নিতে দেখা গিয়েছে বিরাট কোহলীকে। গত বছর নিউজিল্যান্ড সিরিজের পর এ বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে খেলেননি। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে। কোহলির সিদ্ধান্ত নিয়ে অনেকেই খুশি হতে পারছেন না। সেই তালিকায় রয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
এইদিন ক্রিকেটারদের ঘন ঘন বিশ্রাম নেওয়া প্রসঙ্গে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি বলেছেন, “সারা জীবন আমি একটা জিনিসে বিশ্বাস করে এসেছি। যত বেশি খেলব, তত ভাল ছন্দে থাকব এবং ফিট হয়ে উঠব। এই পর্যায়ে বেশি ম্যাচ খেলা দরকার। বেশি ম্যাচ খেললে শরীরও শক্তিশালী হয়ে উঠবে।”
যদিও সরাসরি বিরাট কোহলির নাম নিয়ে কিছু বলেন নি সৌরভ। তবে তার ইঙ্গিত যে বিরাট কোহলির দিকেই সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন।