Bollywood,Entertainment,Gossip,Amitabh Bachchan,Abhishek Bachchan,Kaun banega crorepati,বলিউড,বিনোদন,গসিপ,অমিতাভ বচ্চন,অভিষেক বচ্চন,কৌন বনেগা ক্রোড়পতি

‘যা আমার সেটা তোমার নয়, শুধু আমারই’ অভিষেক বচ্চনকে মুখের উপর কড়া জবাব দিলেন ‘বিগ বি’ অমিতাভ বচ্চন!

বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনের আলাদা করে পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই। আট থেকে আশি সকলেই এক ডাকে চেনে তাকে। সোশ্যাল মিডিয়াতেও দারুন অ্যাকটিভ এই বর্ষীয়ান অভিনেতা। তার ফ্যান ফলোয়িং যে বিশাল শুধু তাই নয়, তাকে রীতিমত দেবতাজ্ঞানে পুজো করে অনুরাগীরা। এমতাবস্থায় অমিতাভ সম্পর্কিত ছোটো বড়ো প্রতিটি বিষয় জানার জন্য মুখিয়ে থাকে অনুরাগীরা। আজ এই প্রতিবেদনে অমিতাভ এবং তার ছেলে অভিষেক সম্পর্কে এমন কিছু কথা বলতে যাচ্ছি যা শুনে অবাক হবেন আপনারা।

আসলে আমরা যে ঘটনাটির কথা বলতে যাচ্ছি তা হল অমিতাভ বচ্চনের জনপ্রিয় রিয়েলিটি শো কৌন বনেগা ক্রোড়পতির সময়। একবার অমিতাভ পুত্র অভিষেক বচ্চনও এই শোতে পৌঁছেছিলেন এবং অমিতাভ বচ্চনের পরিবর্তে শো হোস্ট করেছিলেন অভিষেক বচ্চন। সঞ্চালকের ভূমিকায় বসে প্রশ্নবানে জর্জরিত করে তুলেছিলেন বাবাকে‌।

শোয়ের এই এপিসোডে দেখা যায়, অমিতাভ তার বাবার সাথে সকলের পরিচয় করিয়ে দিচ্ছেন। তিনি বলছেন, “আমার সাথে হটসিটে বসে আছেন মুম্বাইয়ের জনাব অমিতাভ বচ্চন। একাধিক ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। যার হবি শুধু কাজ আর গান।” এর পর অভিষেক বচ্চন যা বললেন তার এমন উত্তর দিলেন অমিতাভ বচ্চন, যা শুনে সেখানে উপস্থিত সকলেই জোরে জোরে হাসতে শুরু করলেন। আসলে অভিষেক বচ্চন আরও বলেন যে, “এই গেম থেকে তিনি যত টাকাই জিতুননা কেন, তিনি সেই টাকা তার ছেলের সাথে ভাগ করে নেবেন।” এই কথার জবাবে অমিতাভ বচ্চন তৎক্ষণাৎ বলেন, ‘কে তিনি?’

এর পরেই, অভিষেক বচ্চন অমিতাভ বচ্চনকে মনে করিয়ে দিয়ে বলেন, “তিনি বলেছিলেন যে যা আমার তাও তোমার।” ছেলের এই কথা শুনে অমিতাভ বচ্চন বলেন, “কিন্তু আজ যা আমার তা তোমার নয়, বরং তা শুধুই আমার”। সুপারহিরোর এই কথা শুনে শোতে উপস্থিত সকলেই উচ্চস্বরে হাসতে শুরু করে। প্রসঙ্গত, অভিষেক বচ্চন অমিতাভ এবং জয়ার একমাত্র পুত্র এবং শুধু তাই নয়, অভিষেক বচ্চন তার কঠোর পরিশ্রম এবং দক্ষতার জোরে বলিউডে একটি বিশেষ পরিচিতি তৈরি করেছেন।

Avatar

Moumita

X