চিন যে কিছুতেই ছেড়ে কথা বলবে না তা বোঝাই যাচ্ছে। সীমান্তে যুদ্ধ গাড়ি, সেনা ইত্যাদি আনার পর এবার প্যাংগং লেকের ধারে ফাইবার কেবল। এতে একপ্রকার নিঃশব্দে লাল সেনারা কথা বলতে পারবে নিজেদের মধ্যে। জানা যাচ্ছে, রেডিও যোগাযোগের চেষ্টা করলে তা ধরা পড়বে ভারতীয় সেনার সিস্টেমে। কিন্তু ফাইবার কেবলে সেই ভয় নেই।