জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় ও সফল ধারাবাহিক ‘মিঠাই'(Mithai)। এই ধারাবাহিকের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। যদিও বিগত কয়েক মাস ধরে টিআরপি রেটিংয়ে খানিকটা হলেও পিছিয়ে পড়েছে মিঠাই। তবুও প্রথম পাঁচে বরাবর জায়গা রয়েছে এই ধারাবাহিকের। কিন্তু তবুও দর্শকদের মনে সমান জনপ্রিয় মোদক পরিবারের গল্প।
এই সিরিয়ালের প্রতিটি চরিত্রই দর্শকের ঘরের মানুষ হয়ে উঠেছেন। ঠিক যেমন এই সিরিয়ালে মিঠাইয়ের ঠাম্মির চরিত্রে অভিনয় করেছেন স্বাগতা বসু। দীর্ঘদিন এই অভিনেত্রী অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন। তবে মিঠাইয়ের ঠাম্মীর চরিত্রে অভিনয়ের পর তার জনপ্রিয়তা আরো বেড়ে গিয়েছে।
কিছুদিন আগে দাদাই এবং ঠাম্মির মান-অভিমানের পালা নিয়ে বেশ জমজমাট হয়ে উঠেছিল ধারাবাহিক। তবে এবার সকলকে চমকে দিয়েছেন বর্ষীয়ান এই অভিনেত্রী। ধারাবাহিকে তাকে আটপৌরে শাড়ি পড়ে দেখা গেলেও এবার ওয়েস্টার্ন পোশাক পড়ে সামনে এসেছেন তিনি। আসলে অভিনেত্রীও পরিবারের সাথে ঘুরতে গিয়েছেন। আর সেখানে গিয়ে ভিডিও শেয়ার করেছেন তিনি।
যেখানে তাকে সমুদ্রের ধারে টপ আর ট্রাউজার পরে হাঁটতে দেখা গিয়েছে। বলাই বাহুল্য, এই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। ঠাম্মিকে ওয়েস্টার্ন লুকে দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। অনেকেই তাকে প্রথমে চিনতেই পারেননি। কেউ কেউ আবার মন্তব্য করেছেন, শাড়ি ছেড়ে ট্রাউজারে দেখেও ভালো লাগলো। পরিবারের সঙ্গে আরো ভালো সময় কাটান। এমনই ভালো মন্তব্য করেছেন অভিনেত্রীর অনুরাগিরা।
এই মুহূর্তে জমে উঠেছে মিঠাইয়ের গল্প। রুদ্র আর নিপার বিয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে হল্লাপার্টি। এবার দেখার যে এই বিয়ে দিতে পারে কিনা তারা। আর এই জুটির বিয়ে দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকেরা।