‘দেশে যা জনসংখ্যা সবাই করোনার ভ্যাকসিন নাও পেতে পারে’ : আদর পুনাওয়ালা

করোনাভাইরাস ধ্বংস করে দিল গোটা একটা বছরকে। গোটা বিশ্ববাসী দিন গুনছে ভ্যাকসিনের অপেক্ষায়। এর মধ্যেই আশঙ্কার কথা শোনালেন সেরাম ইনস্টিটিউটের প্রধান আদর পুনাওয়ালা। তিনি দাবি করেন,’দেশে যা জনসংখ্যা তাতে করোনা ভ্যাকসিন আবিষ্কার হওয়ার পরেও সবাই তা নাও পেতে পারে। গোটা বিশ্বে ভ্যাক্সিনেশন প্রক্রিয়া শেষ করতে সময় লেগে যেতে পারে কমপক্ষে 4-5 বছর। চলতি বছরের শেষেও যদি বাজারে ভ্যাকসিন আসে তবুও 2024 সাল পর্যন্ত যোগানের ঘাটতি থাকবে।’

Papiya Paul

X