করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য আগামী দুই বছর সংসদদের উন্নয়ন তহবিলে টাকা না দেওয়ার কথা জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। গতকাল বাদল অধিবেশনে ঠিক হয়, সাংসদদের বেতন কমানো হবে ৩০ শতাংশ। কিন্তু বিরোধীদের প্রশ্ন, এতসব কিছুর পর রাস্তা সাজাতেই তাহলে ২০ হাজার কোটি টাকা কেন খরচ করছে কেন্দ্র? যেখানে তহবিলে প্রত্যেক সাংসদ পান বছরে ৫ কোটি করে।