৪২ বছর পর মিলল প্রাচীন রাম-সীতা মূর্তি, ব্রিটেন থেকে উদ্ধার এই সম্পদ

অবশেষে উদ্ধার হল প্রাচীন রাম ঠাকুরের মূর্তি সহ একাধিক সৃষ্টি। ৪২ বছর আগে এই মূর্তিগুলি তামিলনাড়ু থেকে খোয়া গিয়েছিল বলে জানা যাচ্ছে। মঙ্গলবার কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী প্রহ্লাদ সিং পটেলের উপস্থিতিতে সেইসব মূর্তি তুলে দেওয়া হয়েছে তামিলনাড়ু সরকারের হাতে। ব্রিটেন থেকে উদ্ধার হয়েছে এই অমূল্য সম্পদগুলি। জানা যাচ্ছে, এই মূর্তিগুলি পঞ্চদশ শতকে বিজয়নগর সাম্রাজ্যের সময় তৈরি করা হয়েছিল। রাম, সীতা এবং লক্ষ্মণ মূর্তির কারুকার্য দেখার মতো।

Avatar

Koushik Dutta

X