আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই শুরু হতে চলেছে এশিয়া কাপ। ইতিমধ্যেই এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এবারের এশিয়া কাপের দলে একাধিক চমক রয়েছে, বিশেষ করে ভারতীয় বোলিং বিভাগে রয়েছে বেশ কিছু চমক। চোটের কারণে এশিয়া কাপে খেলতে পারবেন না জস্প্রীত বুমরাহ। এছাড়াও এশিয়া কাপে ভারতীয় দলে নেওয়া হয়নি তারকা জোরে বোলার মহম্মদ সামিকে।
এই দল নির্বাচন নিয়ে ক্ষুব্ধ প্রাক্তন নির্বাচক প্রধান কৃষ্ণমাচারী শ্রীকান্ত। তাঁর মতে, শামিকে দলে রাখা উচিত ছিল। তিনি না থাকায় দলের বোলিং কিছুটা দুর্বল বলে মনে করছেন তিনি।
তিনি বলেন, ‘‘আমার দলে শামি সব সময় থাকত। আমি নির্বাচক প্রধান হলে সবার আগে শামিকে নিতাম। তার বদলে রবি বিষ্ণোইকে বসাতাম। কারণ, দলে এক জন পেসার কম খেলাচ্ছে ভারত। যখন বুমরা নেই, তখন শামির দলে থাকা আরও বেশি জরুরি ছিল।’’