মত্ত নদীর জলে আটকে পড়েছে পথ কুকুর, প্রাণের ঝুঁকি নিয়ে নিজে জলে নেমে উদ্ধার করলেন পুলিশ

প্রচন্ড বৃষ্টির ফলে হু হু করে জল বইছে নদীতে। এরই মধ্যে এক পথ কুকুর আটকে পড়েছে নদীর এক পারে। এদিক ওদিক হলেও দুর্ঘটনা হওয়ার আশংকা। এরই মধ্যে এক পুলিশ কর্মি জেসিবি মেশিন ডাকিয়ে, নিজে নেমে পড়লেন জলে। এক হাতে ধরে রইলেন জেসিবি মেশিনকে, অন্য হাতে টেনে তুললেন শারমেয়টিকে।

Avatar

Koushik Dutta

X