নম্বর, রেজাল্টের গুরুত্ব কমবে নতুন শিক্ষা ব্যবস্থায়ঃ রাষ্ট্রপতি

কেন্দ্রের প্রস্তাবিত নয়া জাতীয় শিক্ষা ব্যবস্থাকে ভূয়সী প্রশংসা করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি জানিয়েছেন, এই শিক্ষা ব্যবস্থায় আগের মতো সর্বত্তম বলে গণ্য করা হবে না নম্বর, রেজাল্ট ইত্যাদিকে। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, এই নয়া শিক্ষা ব্যবস্থাতে সবার উপরে জায়গা করে দেওয়া হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানকে। জোর দেওয়া হবে জানতে চাওয়ার আগ্রহ এবং শিক্ষার সদ্ভাবনাকে।

Avatar

Koushik Dutta

X