জরুরি পণ্য থেকে বাদ চাল-ডাল, ইচ্ছামতো দামে বিক্রি করতে পারবেন ব্যবসায়ীরা

রাজ্যসভা কার্যত বিরোধী শূন্য। এই অবস্থায় সরকার পাশ করিয়ে নিল পণ্য আইন বিল। এর ফলে জরুরি পণ্যের তালিকা থেকে বাদ গেল চাল, ডাল, তেলের মতো সামগ্রী৷ ব্যবসায়ীরা এগুলি মজুত করতে পারবেন ইচ্ছামতো। দামও হবে তাদের ইচ্ছা অনুযায়ী। এক জায়গায় কিনে অন্য জায়গায় বিক্রি করতেও আর বাধা রইল না। তবে যুদ্ধ বা ব্যতিক্রমী পরিস্থিতি, কিংবা অত্যাধিক দাম হলে সেখানে হস্তক্ষেপ করতে পারে সরকার।

Avatar

Koushik Dutta

X