গত ২৪ ঘন্টার পর ভারতে করোনা আক্রান্ত রুগীর মোট সংখ্যা ৫৭ লাখ ৩২ হাজার ৫১৮ জন। গত একদিনে নতুন করে পজিটিভ পাওয়া গিয়েছে ৮৬ হাজার ৫০৮ জনকে৷ মোট রুগীর তুলনায় ভারতে মৃত্যুর হার ১.৫৯ শতাংশ। যারা আক্রান্ত হচ্ছেন তাদের ৭৬ শতাংশের দেহে ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্রনিক লিভার ও কিডনির সমস্যা রয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। সুস্থতার হার বেড়ে ৮১.৫৫ শতাংশ।