পুরির সমুদ্র সৈকতে বালাসুব্রহ্মণ্যম, বিদায়ী শ্রদ্ধার্ঘ শিল্পীকে

ওড়িশার সুদর্শন পট্টনায়ক একজন বিশ্বজোড়া নাম। যে কোনও বড় ঘটনা কিংবা কোনও কিংবদন্তির প্রয়াণ চিত্র ফুটে ওঠে তার বালু চিত্রে। পুরির সমুদ্রর বালি দিয়েই সৃষ্টি করেন অনবদ্য সব কারুকার্য। এস পি বালাসুব্রহ্মণ্যমের প্রয়াণও এক নক্ষত্রের পতন। ওনার স্মরণেও বালু ক্যানিভাসে সুদর্শন।

Avatar

Koushik Dutta

X