কাশ্মীর এবং গিলগিট বাল্টিস্তান বিচ্ছেদ চাইছে পাকিস্তান সরকারের কাছ থেকেঃ পাক সমাজ সংস্কারক

পাকিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতি যে খুব একটা সুবিধার নয় তা আগেও জানা গিয়েছে। সেখানকার মানুষই খুশি নয় ইমরান খানের সরকারকে নিয়ে। এবার সে দেশেরই কিছু বুদ্ধিজীবী মানুষ বলছেন, পাক অধিকৃতি কাশ্মীরের হাত থেকে মুক্তি চাইছে সেখানকার বাসিন্দারা। গিলগিট বাল্টিস্তানের মানুষও আর থাকতে চাইছেন না ইমরান খানের দেশে।

Avatar

Koushik Dutta

X