টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গসিপ,ঐন্দ্রিলা শর্মা,সব্যসাচী চৌধুরী,মৃত্যু,Aindrila Sharma,Sabyasachi Chowdhury,Tollywood,Entertainment,Gossip,Television,Serial,Death

ব্রেন স্ট্রোক না ক্যান্সার, কি কারণে প্রাণ হারালো ফাইটার ঐন্দ্রিলা, প্রকাশ্যে এল বিস্তারিত তথ্য

দু-দু’বার ক্যান্সারকে নক আউট করে ফিরে এলেও হেরে গেলেন ‘ব্রেন স্ট্রোক’র কাছে। মাত্র ২৪ বছর বয়সেই জীবনের রঙ্গমঞ্চ থেকে বিদায় নিয়েছেন ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। দূর্ঘটনার দুদিন পেরিয়ে গেলেও এখনও যেন ঘটনার সত্যতা বিশ্বাসই করতে পারছেননা অভিনেত্রীর কাছের মানুষরা।

গত রবিবার বেলা গড়িয়ে দুপুর বেলায় সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতেই আসে ঐন্দ্রিলার মৃত্যুর খবর। একটা মুহুর্তের জন্য থমকে গিয়েছিল সবার আঙুল। সত্যিই আর নেই মেয়েটা? এ খবর যেন মিথ্যা হয়! এমন অনেক প্রার্থনাই করেছিল অনুরাগীরা। কিন্তু ওই যে নিয়তির কাছে মানুষ যে বড়ই অসহায়।

এমতাবস্থায় অনেকের মনেই প্রশ্ন এসেছে যে, দ্বিতীয়বার ক্যান্সারকে পরাজিত করার পরেও তো একেবারে সুস্থ ছিলেন অভিনেত্রী। হঠাৎ করে কী এমন হল তাঁর? ব্রেন স্ট্রোকের কারণটাই বা কী? প্রসঙ্গত উল্লেখ্য, গত ১ নভেম্বর প্রথমবার ব্রেন স্ট্রোক হয় তাঁর। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হলেও ততক্ষণে রক্তক্ষরণ হয়ে মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে গেছে।

টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গসিপ,ঐন্দ্রিলা শর্মা,সব্যসাচী চৌধুরী,মৃত্যু,Aindrila Sharma,Sabyasachi Chowdhury,Tollywood,Entertainment,Gossip,Television,Serial,Death

সূত্রের খবর, এরপরই দ্রুত অস্ত্রপচার করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। তারপর ঐন্দ্রিলার অবস্থা সাময়িকভাবে স্থিতিশীল হলেও আবারও পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। সিটি স্ক্যান করে দেখা যায়, মস্তিষ্কের বাঁ দিকে রক্ত জমাট বেঁধেছে। আবারও একবার অপারেশন করা হয় তাঁর। ভালো খবরের প্রত্যাশা থাকলেও বায়োপসি রিপোর্টে দেখা যায় উল্টো।

টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গসিপ,ঐন্দ্রিলা শর্মা,সব্যসাচী চৌধুরী,মৃত্যু,Aindrila Sharma,Sabyasachi Chowdhury,Tollywood,Entertainment,Gossip,Television,Serial,Death

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এরপর দেখা যায় ইউইংয়ের সারকোমা থেকে মাথার মেটাস্টেস হয়েছে ঐন্দ্রিলার। এরপর নিউরোলজিস্ট, নিউরোসার্জেন, সংক্রামক রোগ বিশেষজ্ঞ, ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ, রেডিওলজিস্ট, মেডিক্যাল অঙ্কোলজিস্ট ও রেডিয়েশন অঙ্কোলজিস্টকে নিয়ে একটি বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করেন চিকিৎসকরা। কিন্তু এর ১০ দিনের মধ্যেই নাকি মাথার দুদিকেই পরপর দু-বার ব্রেইন  স্ট্রোক হয় ঐন্দ্রিলার।

টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গসিপ,ঐন্দ্রিলা শর্মা,সব্যসাচী চৌধুরী,মৃত্যু,Aindrila Sharma,Sabyasachi Chowdhury,Tollywood,Entertainment,Gossip,Television,Serial,Death

কর্তব্যরত চিকিৎসকরা মনে করেছিলেন, অন্তর্নিহিত ম্যালিগনেন্সের কারণেই স্ট্রোক হচ্ছে তার। এরপরেই ভেন্টিলেশন সাপোর্টের মাত্রাও বাড়িয়ে দেন তারা। কিন্তু আর আশার আলো দেখা যায়নি। আর এই সংকট আরো বাড়িয়ে দেয় পরপর হার্ট অ্যাটাক। সূত্রের খবর, চিকিৎসার জন্য বাইরের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শও নিয়েছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু প্রত্যেকেই নাকি জবাব দিয়ে দিয়েছিল। যদিও এরপরেও হাল ছাড়েননি তারা। তাঁকে শেষ মুহূর্ত পর্যন্ত ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছিল। কিন্তু রবিবার আবার কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পর ১২.৫৯ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফাইটার ঐন্দ্রিলা।

Avatar

Moumita

X