নবরাত্রি উপলক্ষ্যে চলছে পুতুল মেলা, রয়েছে ১০ হাজারেও বেশি পুতুল

প্রত্যেকবারের মতো এবারেও তামিলনাড়ুর কোয়েম্বাটুরে শুরু হয়েছে পুতুল মেলা। নবরাত্রি উপলক্ষ্যে শুরু করা হয় এক উদ্যোগ। উৎসবের ৪০ দিনেরও আগে থেকে চলে মেলা। রয়েছে ১০ হাজারের বেশি প্রতিকৃতি। যদিও করোনা অতিমারির কারণে অন্যান্যবারের তুলনায় এবার জৌলুশ বেশ কিছুটা কম।

Avatar

Koushik Dutta

X