মাদ্রাসার শিক্ষকদের একাংশই এবার চটেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উপর। তাদের অভিযোগ, মুখ্যমন্ত্রী শুধুই প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছেন। কাজের কাজ এখনও হয়নি কিছুই। তাদের পক্ষ থেকে হুশিয়ার দিয়ে এও বলা হয়েছে, এমন চললে হারাতে পারেন ভোট ব্যাংক। ১০ হাজার বেসরকারি মাদ্রাসাকে সরকারি অনুমোদন করা হবে, এমন প্রতিশ্রুতিও দিয়েছিলেন মমতা।