বাবরি মসজিদঃ বিচারক ‘নির্দোষ’ বলতেই ‘জয় শ্রী রাম’ বললেন আডবাণী

বাবরি মসজিদ ধ্বংস ঘটনায় ঐতিহাসিক রাউ দিয়েছেন বিচারপতি। মামলা সমস্ত অভিযুক্তকেই বেকসুর খালাস করে দেওয়া হয়েছে। চাপ মুক্ত লালকৃষ্ণ আডবাণীও। তিনি জানিয়েছেন, বিচারকের এই রায় শুনতেই ‘জয় শ্রী রাম’ বলে উঠেছিলেন। এবং এই রায়কে সাদরে গ্রহণ করেছেন প্রত্যেকে।

Avatar

Koushik Dutta

X