স্বাধীনতার পর এই প্রথম জ্বলবে বিদ্যুতের বাতি! আধুনিকতার ছোঁয়া উত্তর কাশ্মীরে

গোলা, বারুদের শব্দ, গন্ধে যেন আঁধার ছেয়ে ছিল গ্রামের চারিদিকে। পাকিস্তান সংলগ্ন নিয়ন্ত্রণ রেখা থেকে আকচার গোলাগুলি। শীতকালে বরফ পড়ার ফলে বিচ্ছিন্ন হয়ে যাওয়া শহুরে সভ্যতা থেকে। কাশ্মীরের তিন গ্রাম কেরান, মুন্ডিয়া, পাত্রু-র এই আদিম ছবিই সেখানকার বাস্তব। স্বাধীনতার ৭৩ বছরেও সেখানে জ্বলেনি বিদ্যুতের কোনও বাল্ব। এবার বদলাতে পারে সেই পরিস্থিতি। Kashmir Power Distribution Corporation Limited-এর উদ্যোগে বিদ্যুতের ব্যবস্থা করা হচ্ছে এই তিন গ্রামে।

Avatar

Koushik Dutta

X