হাথরাসে যাওয়ার পথে চূড়ান্ত নাটক হয়েছিল বৃহস্পতিবার বিকেলে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াংকা গান্ধীর গাড়ি আটকে দেয় সেখানে ডিউটিরত পুলিশ। এরপর গাড়ি থেকে নামার পর রাহুলকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। সেই সঙ্গে নাকি হয়েছে লাঠিপেটা করা হয়েছে বলে অভিযোগ। এমনকি গ্রেফতারও করা হয়েছে রাহুল গান্ধীকে।