মধ্যযুগীয় বর্বরতার চরমতম উদাহরণ হয়ে রইল এদিনের মধ্যপ্রদেশ। এখানকার আদিবাসী অধ্যুষিত গ্রাম ছাবুয়ায় নির্মম অত্যাচার চালানো হল বাড়ির বধূর উপর। স্ত্রীর কাঁধে চাপিয়ে দেওয়া হল স্বামীকে। এরপর গ্রামের রাস্তায় ঘুরিয়ে ঘুরিয়ে বেধড়ক মারা হল তাকে। গ্রাম পরিক্রমের সময় ঝাঁটা, লাঠি হাতে ছিলেন কিছু মানুষ। বাড়ির লোকের সন্দেহ, গ্রামের কোনও যুবকের সঙ্গে সম্পর্ক ছিল তাদের বধূর। তাই এই শাস্তি!