Raima Sen

বিবাহবার্ষিকীতে মা-দিদার অদেখা ছবি পোস্ট রাইমা সেনের, পুরোনো ছবি দেখে নস্টালজিক নেটপাড়া

৪৫ তম বিবাহবার্ষিকী (Marriage Aniversary) মা-বাবার। আর সেই শুভেচ্ছাবার্তা জানিয়ে নেট মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন বড় মেয়ে রাইমা সেন (Raima Sen)। ৪৫ বছর আগে আজকের দিনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সুচিত্রা সেনের (Suchitra Sen) মেয়ে মুনমুন সেন (Munmun Sen) এবং ভরত দেববর্মা (Bharat Devvarma)।

প্রসঙ্গত উল্লেখ্য, বাংলা ইন্ডাস্ট্রিতে বেশ নামডাক রয়েছে সুচিত্রা তনয়া মুনমুন সেনের। যদিও নেটিজেনদের মতে, এই গোটা জনপ্রিয়তাই নাকি তার মায়ের কারণে। টলিউডের প্রথম সারির অভিনেত্রী সুচিত্রা সেনকে নিয়ে মানুষের কৌতূহল ছিল বরারব। সেই সূত্রেই বারেবারে চর্চায় এসেছেন সুচিত্রা সেনের সঙ্গে সঙ্গে তাঁর মেয়ে।

যখনই মুনমুন বা রাইমা-রিয়ার কথা এসেছে তখনই এসেছে সুচিত্রা সেনের নাম। তিনি ছাড়া যেন, সেন পরিবারের আলোচনাই অসম্পূর্ণ। তো এহেন মহানায়িকার কন্যা মুনমুন ত্রিপুরার রাজপরিবারের সন্তান ভরত দেববর্মাকে বেছে নেন জীবনসঙ্গী হিসেবে।

টলিউড,বিনোদন,গসিপ,মুনমুন সেন,সুচিত্রা সেন,রাইমা সেন,ইনস্টাগ্রাম পোস্ট,বিবাহবার্ষিকী,Tollywood,Entertainment,Gossip,Munmun Sen,Suchitra Sen,Raima Sen,Instagram Post,Marriage Aniversary

দেখতে দেখতে ৪৫ টি বছর একসাথে কাটিয়েও ফেললেন তারা। আজকের দিনেই গাঁটছড়া বেঁধেছিলেন। আর এই বিশেষ দিনটিতে একগুচ্ছ পুরনো ছবি পোস্ট করে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন মেয়ে রাইমা সেন। মা-বাবা থেকে শুরু করে দিদা প্রায় প্রত্যেকেরই কিছু অদেখা ছবি উঠে এল রাইমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাতায়।

 প্রসঙ্গত উল্লেখ্য, এক সাক্ষাৎকারে মা সম্পর্কে বলতে গিয়ে মুনমুন জানান, তার মা খুব মুডি ছিলেন, তিনি নিজে এবং দুই মেয়েও নাকি সেই মেজাজের ধারাই পেয়েছেন। মুনমুনের কথায়,“মা একা থাকতে ভালবাসতেন, তার মানে এই নয় যে তিনি মানুযের সঙ্গে দেখা করতেন না”,।

এদিকে মুনমুন সেনের কথা বললে, মায়ের মত সফলতা না পেলেও তিনিও কম জনপ্রিয় নন। বাংলা ছাড়াও হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম, মারাঠি এবং কন্নড় ছবিতে কাজ করেছেন তিনি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত ৬০টি সিনেমা এবং ৪০টি টেলিভিশন নাটকে অভিনয় করেছেন মুনমুন।

Avatar

Moumita

X