ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা রাজ্য দুটি। পশ্চিমবঙ্গের দুই মেদিনীপুর এবং দুই 24 পরগনা জেলায় কার্যত ধ্বংসলীলা চালিয়েছে ঘূর্ণিঝড় ইয়াস। লক্ষ্য লক্ষ্য মানুষ এই সময় ঘরছাড়া, ভেঙে গিয়েছে অনেক বাড়িঘর, ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। এমনই ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয়েছে পাশের রাজ্য উড়িষ্যার বেশ কয়েকটি জেলা। এইদিন ঝড় থেমে যাওয়ার পর নিজেদের বাড়িঘর দেখতে এসেছিলেন ক্ষতিগ্রস্ত মানুষরা। সেই সময় এক সাংবাদিক একজন ব্যক্তিকে প্রশ্ন করেন ঝড়ের মধ্যে কেন বেরিয়েছেন? সেই প্রশ্ন শুনে রেগে সাংবাদিককে সপাটে চড় মারেন সেই ব্যক্তি এবং তিনি বলেন আপনি এখানে কেন এসেছেন আমরা বাড়ি থেকে না বেরোলে তো আপনারা দেখানোর মত খবর পাবেন না। আসলে ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে বেশ কয়েকটি সংবাদমাধ্যম ভুয়ো খবর ছড়িয়ে দিচ্ছে, সেই রাগের বহিঃপ্রকাশ থেকেই এমন ঘটনা ঘটেছে।