কালকেই ধেয়ে আসছে বোয়িং ৭৪৭ বিমানের থেকেও বড় সাইজের উল্কা! ক্ষয়ক্ষতির ব্যাপারেও জানিয়ে দিলেন বিজ্ঞানীরা

আগামীকাল ৭ অক্টোবর, রাত ১০ঃ৪২ এ পৃথিবীর কক্ষপথের দিকে প্রবেশ করতে চলেছে বিশালাকার এক উল্কা। যার নাম দেওয়া হয়েছে Asteroid 2020 RK2. এই উল্কাটি আকারে একটি বোয়িং ৭৪৭ বিমানের থেকেও বড় বলে মনে করা হচ্ছে। পৃথিবী পৃষ্ঠ থেকে এটি ৩৮ লক্ষ ৩০ হাজার ২৩৮ কিলোমিটার দুর থেকে চলে যাবে বলেই অনুমান। বেশি দুরত্বের কারণে ক্ষয়ক্ষতির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা।

Avatar

Koushik Dutta

X