Star Jalsa

Bengali Serial: এবার হুড়মুড়িয়ে বাড়বে TRP, নতুন সিরিয়ালে ফিরছেন ‘গাঁটছড়া’র এই জনপ্রিয় অভিনেত্রী!

নিউজশর্ট ডেস্কঃ গত বছর থেকেই বাংলা টেলিভিশনের(Bengali Serial) জনপ্রিয় চ্যানেলগুলোতে যেই সিরিয়ালের টিআরপি(TRP) কম সেই সিরিয়ালে বন্ধ করে দিচ্ছে নির্মাতারা। আর পুরনো সিরিয়ালের জায়গায় আসছে নতুন সিরিয়াল। ঠিক যেমন সম্প্রতি স্টার জলসার(Star Jalsa) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘চিনি’।

পুনর্জন্মের কাহিনী নিয়ে এই সিরিয়ালের গল্প তৈরি হয়েছে। একেবারে অন্য ধারার গল্প এনে দর্শকদের মন জয় করে নিয়েছে এই সিরিয়াল। ঠিক তেমনি স্টার জলসার পর্দায় আরেকটি নতুন সিরিয়াল আসতে চলেছে। ইতিমধ্যেই নতুন সিরিয়াল ‘বঁধুয়া’র প্রমো প্রকাশ পেয়েছে।

এই সিরিয়ালে গল্পের নায়িকা পেখম গোপন সত্য আড়াল করে নিজের জীবন এগিয়ে নিয়ে চলেছে। এমনকি তার এই জীবনের লুকানো কথা নিজের স্বামীকেও বলতে পারে না।  এই টুইস্টে ভরা প্রোমো দেখে নতুন ধারাবাহিকের অপেক্ষায় রয়েছে অনুরাগীরা। অন্যান্য চ্যানেলগুলোতেও আরো বেশ কিছু নতুন সিরিয়াল আসতে চলেছে।

আরও পড়ুন: Bengali Serial: রাতারাতি বন্ধ হয়ে গেল এই জনপ্রিয় সিরিয়াল! চ্যানেলের সিদ্ধান্তে মন খারাপ দর্শকদের

স্টার জলসার পর্দায় এমনই একটি জনপ্রিয় সিরিয়াল ছিল গাঁটছড়া। প্রায় দেড় বছরেরও বেশি সময় এই ধারাবাহিক চলেছে। কিন্তু কয়েক মাস আগেই শেষ হয়ে গিয়েছে গাঁটছড়া। কিন্তু এই সিরিয়ালের জনপ্রিয়তা এখনো আগের মতোই আছে। তাই সিরিয়ালের তারকারা আবার কবে কোন সিরিয়ালে কামব্যাক করবেন তা জানতে আগ্রহী দর্শকেরা। এবার হয়তো দর্শকদের সেই মনের ইচ্ছে পূরণ হতে চলেছে।

নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন স্টার জলসার গাঁটছড়া ধারাবাহিকের এক পরিচিত মুখ। জানা গিয়েছে, গাঁটছড়া সিরিয়ালের দ্যুতি ওরফে অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যকে নতুন সিরিয়ালে দেখা যেতে চলেছে। আর এই সিরিয়ালে তার বিপরীতে অভিনয় করবেন টেলিভিশনের জনপ্রিয় মুখ নীল ভট্টাচার্য। ফেব্রুয়ারি মাসে খুব সম্ভবত এই সিরিয়ালের প্রমো প্রকাশ পেতে পারে। যদিও এই তথ্য কতটা সঠিক তা যাচাই করেনি নিউজশর্ট।

Avatar

Papiya Paul

X