Sikkim

Sikkim: শুধু গ্যাংটক-লাচুং নয়, এবার এই নতুন হ্রদে যেতে পারবেন পর্যটকেরা, মিলবে শান্তির খোঁজ

নিউজশর্ট ডেস্কঃ পর্যটকদের কাছে এক পছন্দের ভ্রমণ স্থল হল সিকিম(Sikkim)। প্রত্যেক বছর প্রচুর পর্যটক এই গ্যাংটক, পেলিং, লাচুং এই জায়গাগুলো ঘুরতে আসেন। তবে এবার পর্যটকদের জন্য রয়েছে একটি দারুন খবর। এই সব ভ্রমণ স্থলগুলোর পাশাপাশি পর্যটকদের জন্য একটি হ্রদ খুলে দেওয়া হল।

বৌদ্ধ সন্ন্যাসীরা ধর্মীয় রীতি অনুসারে উত্তর সিকিমের মঙ্গন জেলার সাংলাফু চো লেকের উদ্বোধন করলেন। লাচুং-এর কাছে সমতল ভূমি থেকে প্রায় ১৬,৬৭০ ফুট উঁচুতে জিরো পয়েন্ট থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে এই লেক রয়েছে। এই জায়গাটির নাম হল ‘গ্রেট লেক’। এতদিন পর্যন্ত এই জায়গাতে পৌঁছানো বেশ কঠিন ছিল. যদিও কিছু মানুষ এখানে প্রার্থনা করার জন্য যেতেন।

তবে পর্যটকদের এখানে বিশেষ একটা দেখা যেত না। এর কারণ হলো এখানে পর্যটন ব্যবস্থা তেমন উন্নত নয়। তাই এবার পর্যটকদের জন্য এই লেক খুলে দেওয়া হল। তবে পর্যটকদের পাশাপাশি বৌদ্ধ সন্ন্যাসীরা খুব খুশি হয়েছেন এই এলাকাটি খুলে দেওয়ার জন্য। এই লেক উদ্বোধনের দিন লাচুংয়ের সামতেন চোলিং বৌদ্ধ গুম্ফার সন্ন্যাসীরা একটি প্রার্থনা সভার আয়োজন করেছিলেন।

আরও পড়ুন: Lottery Result: এক লটারিতে ১৬ হাজার কোটি! এত টাকা পেয়ে যা যা করলেন এই ব্যক্তি, জানলে হকচকিয়ে যাবেন

যেই প্রার্থনা সভাতে স্থানীয় বাসিন্দা, ছোট ব্যবসায়ী এবং গাড়ি চালকেরা অংশগ্রহণ করেছিলেন। এই জায়গাটি একেবারেই নিরিবিলি এবং এখানে ঘুরতে গেলে আপনারা শান্তির খোঁজ পাবেন। তবে একটা জিনিস মনে রাখবেন এই জায়গায় ঘুরতে গেলে পরিষ্কার পরিচ্ছন্নতা কঠোরভাবে মেনে চলতে হবে।

এখানে কোন প্লাস্টিক কিংবা টেট্রা প্যাক ব্যবহার করা যাবে না। লেক সংলগ্ন এলাকায় কোথাও থুতু ফেলা যাবে না। এই জায়গাটি বৌদ্ধ সন্ন্যাসীদের কাছে অত্যন্ত পবিত্র একটি জায়গা। তাই পর্যটকদের আগমনে যাতে এই পবিত্রতা নষ্ট না হয় সেই দিকে প্রশাসনের তরফ থেকে বিশেষ খেয়াল রাখা হবে।

Avatar

Papiya Paul

X