হাওড়া রেল স্টেশন,Howrah Railway Station,হাওড়া মেট্রো স্টেশন,Howrah Metro Station,সাবওয়ে,Subway,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

anita

Howrah Station: হয়রানির দিন শেষ! হাওড়া রেলের সাথেই জুড়ে যাচ্ছে মেট্রো স্টেশন, চওড়া হাসি যাত্রীদের

নিউজ শর্ট ডেস্ক: অপেক্ষার অবসান ঘটিয়ে গঙ্গার তলা দিয়েই শুরু হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর (Metro) যাত্রী পরিষেবা। আর তারপরেই এবার হাওড়া রেল স্টেশন (Howrah Railway Station) হাওড়া মেট্রো স্টেশনকে (Howrah Metro Station) জুড়তে এক বড় সিদ্ধান্ত নিতে চলেছে রেল। আসলে ইদানিং হাওড়া স্টেশন থেকে নেমে হাওড়া মেট্রো স্টেশন পর্যন্ত পৌঁছাতেই যাত্রীদের বেশ হয়রানি শিকার হতে হচ্ছে।

   

ঘুর পথে যাওয়ার জন্যই মেট্রো স্টেশন পর্যন্ত পৌঁছাতে অনেক সময়ও লেগে যাচ্ছে। সেই সাথে বাড়ছে যাত্রীদের ভীড়ও। তাই এবার হাওড়া লোকাল ট্রেনের যাত্রীদের সাথে মেট্রোর যাত্রীদের যাতায়াতের মধ্যেকার পথ সুগম করতেই সাবওয়ে (Subway) তৈরির পরিকল্পনা করেছে মেট্রো রেল। সম্প্রতি এমনটাই জানিয়েছেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি।

প্রসঙ্গত চলতি মাসেই অর্থাৎ ১৫ই মার্চ থেকে হাওড়া ময়দান থেকে এসপ্ল‌্যানেড পর্যন্ত গঙ্গার নিচ দিয়ে চালু হয়েছে বাণিজ্যিক মেট্রো পরিষেবা। আর গঙ্গার নীচ দিয়ে মেট্রো পরিষেবা শুরু হতেই যাত্রীদের মধ্যে উল্লাস ছিল চোখে পড়ার মতো। কাওকে দেখা গেল প্রথম সফরের মুহূর্ত ক্যামেরাবন্দি করতে  তো কেউ আবার  ভিডিও কলে ভাগ করে নিলেন অভিজ্ঞতা।

হাওড়া রেল স্টেশন,Howrah Railway Station,হাওড়া মেট্রো স্টেশন,Howrah Metro Station,সাবওয়ে,Subway,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

তবে হাওড়া স্টেশনের লোকাল ট্রেন থেকে নেমে হাওড়া মেট্রো স্টেশন পর্যন্ত পৌঁছাতে গিয়ে অতিরিক্ত সময় নষ্ট হওয়ার কারণে দিন দিন কমে যাচ্ছে যাত্রীর সংখ্যাও। বিশেষ করে যাঁরা মেট্রো স্টেশন থেকে নেমে লোকাল ট্রেন ধরতে যাচ্ছেন তাঁদের অনেকেই ট্রেন মিস করছেন।

আরও পড়ুন: হাওয়ার চেয়েও দ্রুত গতি! ১৪০০ কিলোমিটারের সফরে মাত্র ৬ টি স্টপেজ, কোন ট্রেন জানেন?

সবমিলিয়ে চরম হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। তাই এবার যাত্রীদের দুর্ভোগ কমাতেই নতুন সাবওয়ে তৈরির প্ল্যান করছে মেট্রো রেল। এছাড়াও মেট্রোর জেনারেল ম‌্যানেজার জানিয়েছেন, যাত্রীদের সুবিধার জন্য মেট্রো স্টেশনে সাইনেজ বাড়ানোর পাশাপাশি QR-এর মাধ্যমে টিকিট বুক করার জন্যও প্রচার চালানো হবে।