Darjeeling

Papiya Paul

Darjeeling: এক কাপ চা আর নিস্তব্ধ পরিবেশ, ১২০০ টাকায় ঘুরে আসুন এই অজানা পাহাড়ি গ্রামে, ভুলবেন দার্জিলিংকে

নিউজশর্ট ডেস্কঃ এখন দার্জিলিঙে(Darjeeling) প্রচুর পর্যটকের ভিড়। কিন্তু এই সময় বহু মানুষই পাহাড়ে যাওয়ার নানা রকমের পরিকল্পনা করে থাকেন। তবে অনেকেই আছেন যারা ভিড়ের মধ্যে পাহাড়ে যেতে চাইছেন না। এর কারণ এত ভিড়ের মধ্যে সেভাবে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় না। তাই অনেকেই পাহাড়ের কোলে অন্য কোন অফবিট লোকেশনের(Offbeat Location) সন্ধান করছেন। আজকের এই প্রতিবেদনে এমনই একটি অফবিট পর্যটন কেন্দ্র সম্পর্কে আপনাদেরকে জানাবো।

   

দার্জিলিং-এর(Darjeeling) একদম কাছেই রয়েছে এই অফবিট লোকেশন। এই জায়গাটির নাম হলো চাটাইধুরা(Chataidhura)। এই ছোট গ্রামে পর্যটকদের ভিড় নেই বললেই চলে। এখানে ২৫ টি বেশি বাড়ি নেই। একদম ছোট্ট এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখলে বিভোর হয়ে যাবেন আপনি। এখানে রাস্তার ধারে বড় বড় পাইন গাছ রয়েছে। সেখান দিয়ে হেঁটে ঘুরতে গেলে আপনার মন খুশি হয়ে যাবে।

এই জায়গাটি একদিকে যেমন অচেনা অজানা, ঠিক তেমনি এখানে ঘোরার খরচও খুব কম। আপনার বাজেটের মধ্যেই এই জায়গায় ঘুরে আসতে পারবেন। এর সঙ্গে অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এবং কাঞ্চনজঙ্ঘাও দর্শন করতে পারবেন আপনি।

আরও পড়ুন: Travel: অপূর্ব সমুদ্র সৈকত সঙ্গে পরিযায়ী পাখিদের ভিড়, এবার অল্প খরচে ঘুরে আসুন এই অজানা দ্বীপে

কিভাবে যাবেন?
এখানে যেতে হলে প্রথমে আপনাকে ট্রেন ধরে শিলিগুড়ি নামতে হবে। এরপর শিলিগুড়ি থেকে গাড়ি করে মিরিক আসতে হবে। শিলিগুড়ি থেকে মিরিকে যাওয়ার জন্য অনেক রকমের গাড়ি রয়েছে। এরপর সেখান থেকে আলাদা গাড়ি ভাড়া করে চলে আসতে পারবেন চাটাইধুরা। আপনি চাইলে হাতে যদি সময় থাকে তাহলে দার্জিলিংয়ের ম্যাল এবং মিরিকও ঘুরে নিতে পারেন। এখানে মিরিক লেকে বোটিং করার সুযোগ রয়েছে। আবার লেকের ধারে ঘোড়ায় চড়তে পারবেন। নিজের ক্যামেরায় অপরূপ সুন্দর মুহূর্ত বন্দি করে রাখতে পারেন।

এখানে থাকার জন্য দু-তিনটে হোমস্টে রয়েছে। তাই এখানে আসার জন্য আগে ফোন করে বুকিং করে আসতে হবে। এখানে থাকা-খাওয়া নিয়ে মাথাপিছু খরচ ১২০০ টাকা মত। তাই এবার নিজের ভালবাসার সঙ্গীকে নিয়ে ঘুরে আসতে পারেন চাটাইধুরা।