Travel

Papiya Paul

Travel: নির্জন নিরিবিলি পরিবেশ, প্রেমের মাসে সঙ্গীকে নিয়ে বেড়ানোর সেরা লোকেশন এই গ্রাম

নিউজশর্ট ডেস্ক: বসন্তের এই মোহময় পরিবেশে পাহাড়ের কোলে সময় কাটাতে ভালোবাসেন অনেক পর্যটক। এই সময়ে অনেকেই কমবেশি পাহাড়ে ঘুরতে(Travel) বেরিয়ে পড়েন। তবে পাহাড় বলতে শুধুমাত্র দার্জিলিং কিংবা কালিম্পং না গিয়েও উত্তরবঙ্গের এমন অনেক লোকেশন আছে যেখান থেকে আপনি ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখার পাশাপাশি অপরূপ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য চাক্ষুষ করতে পারবেন।

   

শীতের দাপট প্রায় ফুরিয়ে গিয়েছে। আর এই রোমান্টিক মুহূর্তে আপনার ঘুরতে যাওয়ার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হয়ে উঠতে পারে উত্তরবঙ্গের একদম অচেনা জায়গা তানইয়াং। কালিম্পং থেকে শিঞ্জি হয়ে এখানে আসতে পারেন। শিঞ্জি  থেকে তানইয়াংয়ের দূরত্ব মাত্র ২ কিলোমিটার। একেবারে নতুন অফবিট লোকেশন।

সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যে আপনি একবার দেখলে সারা জীবনে কখনোই ভুলতে পারবেন না।  এখান থেকে সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই সময় যেহেতু আকাশ পরিষ্কার থাকে তাই সারাদিনই তার জন্য পাহাড় দেখার সুযোগ মেলে।

আরও পড়ুন: বিরিয়ানির স্বাদে কে এগিয়ে? দাদা বৌদিকে টক্কর দিতে পারল ডি বাপি!

এমন অনেক পর্যটক রয়েছেন যারা সারা বছর পাহাড়ের কোন না লোক কোন লোকেশনে ঘুরতে বেরিয়ে পড়েন তাদের ক্ষেত্রে এই জায়গায় একেবারে পারফেক্ট। 

এটি একটি ছোট্ট গ্রাম এখানে থাকার জন্য বেশ কিছু হোমস্টের ব্যবস্থা রয়েছে। এখানে ঘন্টার পর ঘন্টা হোমস্টের বারান্দায় বসে পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে পারবেন। কখন যে সকাল গড়িয়ে রাত হয়ে যাবে তা বুঝতেও পারবেন না। রাতে কালিম্পং শহরের অন্য রূপ দেখতে পাবেন। যা আরো বেশি মন জিতে নেবে আপনার।