Papiya Paul

এক টুকরো ছোলার ডালে আঁকলেন লতা, সন্ধ্যা, বাপ্পির মুখ, কিংবদন্তীদের সম্মান জানাতে বিশেষ উদ্যোগ বাঙালি শিল্পীর

ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই খারাপ খবর শুরু হয়েছে বিনোদন জগতে। একের পর এক জনপ্রিয় তারকা চিরতরে বিলীন হয়ে গিয়েছেন পরলোকে। সরস্বতী পূজার পরের দিনে চলে গিয়েছেন জীবন্ত সরস্বতী লতা মঙ্গেশকার। আর তার ঠিক কয়েকদিনের ব্যবধানে চলে গিয়েছেন আরো দুই নক্ষত্র সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপ্পি লাহিড়ী।

   

পরপর তিন কিংবদন্তি শিল্পীকে হারিয়ে শোকাহত গোটা দেশবাসী। আর এই শিল্পীদের শ্রদ্ধা জানাতে অনেকেই অনেক কিছু উপস্থাপনা করেছেন। ঠিক যেমন এই শিল্পী তারকাদের সম্মান জানাতে নিজের শিল্পকে বেছে নিয়েছেন। এই শিল্পীর নাম হল মানিক দেবনাথ। যিনি লতা মঙ্গেশকার, সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপ্পি লাহিড়ীকে শ্রদ্ধা জানাতে তার তুলির সাহায্য নিয়েছেন।

রং তুলি দিয়ে নানা শিল্প কাহিনী তিনি তুলে ধরেন। আর এবার অতিক্ষুদ্র ছোলার ডালের উপর তিন শিল্পীর ছবি এঁকেছেন তিনি। এত ক্ষুদ্র বস্তুর উপর তিন শিল্পীর প্রতিকৃতি এঁকে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন এই শিল্পী। তার কীর্তি পৌঁছে গিয়েছে সব জায়গায়।

তিনি নিজেই জানিয়েছেন নিজের শিল্প কর্মের দ্বারাই সকলকে শ্রদ্ধা জানাতে চেয়েছেন। যদি শিল্পীদের পরিবারের কেউ এই ছবি নিতে চান বা তার এই শিল্পকর্মটি মিউজিয়ামে ঠাঁই পায় তাহলে তিনি গর্ববোধ করবেন বলেও উল্লেখ করেছেন। নেটিজেনরা তার এই শিল্পকলাকে প্রশংসা করেছেন।