অসাধারণ কণ্ঠস্বর, সম্পূর্ণ খালি গলায় দুর্দান্ত গান গাইল রংমিস্ত্রী, তুমুল ভাইরাল

সম্প্রতি ফেসবুকে তুমুল ভাইরাল একটি ভিডিও। এক ব্যক্তি পেশায় রংমিস্ত্রি, কিন্তু তার খালি গলায় অসাধারণ গানে হার মানতে বাধ্য যেকোনো গায়ক গায়িকা। হাত ভরতি রং মেখে কাজ করতে করতে বলিউডের একটি বিখ্যাত গান গেয়ে নেটদুনিয়ায় মন জয় করে নিলেন ওই ব্যক্তি। ইতিমধ্যেই প্রায় ১লাখ মানুষ ভিডিওটিকে পছন্দ করেছেন। ৯ লাখ মানুষ ভিডিওটি দেখেছেন। আর প্রায় আড়াই হাজার কমেন্টে উপচে পড়েছে তার গলার প্রশংসা।

Avatar

Koushik Dutta

X