গতকাল থেকে রাশিয়ার এক ছবি ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায়। একটা নদী, যার জলের রং লাল। রক্তবর্ণ। কিন্তু এমনটা কেন? এর কারণ দূষণ। অভূতপূর্ণ দূষণের কারণে ইসকিতিমকা নদীর জলের রং বিটের মতো ঘন লাল হয়ে গিয়েছে। কোনও রাসায়নিক থেকেই এই দূষণ ছড়িয়েছে বলে আশংকা করা হচ্ছে। রাতারাতি নাকি এই বদল।