Papiya Paul

UPSC Success Story: পাননি কোচিংয়ে পড়ার সুযোগ, অভাবকে সঙ্গে নিয়েও UPSC ক্র্যাক করে IAS হন অংশুমান

নিউজশর্ট ডেস্কঃ কোন কিছু করার তাগিদ এবং নিজের মনের জেদ থাকলে যে কোন কাজে সফল হওয়া যায়। তবে এক্ষেত্রে কঠোর পরিশ্রম না করলে সফলতা সহজে আসে না। আজকের এই প্রতিবেদনে আইএএস(IAS) অফিসার অংশুমান রাজের সম্পর্কে আপনাদেরকে জানাবো।

   

যিনি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক কঠিন পথ অতিক্রম করেছে। কোন রকমের কোচিং ছাড়াই ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইএএস অফিসার হয়েছেন তিনি। চলুন তাহলে তার জীবনকাহিনী আপনাদের সঙ্গে শেয়ার করি। যা শুনে আপনারাও অনুপ্রাণিত হবেন।

বিহারের বক্সার জেলার একটি ছোট্ট গ্রামে অংশুমান জন্মগ্রহণ করেন। তিনি এই গ্রামের জওহর নবোদয় বিদ্যালয় থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। তাদের বাড়িতে বিদ্যুৎ ছিল না বলে কেরোসিন লম্ফের আলোতে তিনি পড়াশোনা করতেন। এরপরে রাঁচির জওহর নবোদয় বিদ্যালয় থেকে ইন্টারমিডিয়েট পড়েন। এরপরে ইঞ্জিনিয়ারিং-এর স্নাতক হন। তিনি সবসময় ইউপিএসসি ক্র্যাক করতে চেয়েছিলেন এবং একজন আইএস অফিসার হতে চেয়েছিলেন।

আরও পড়ুন: Power Cut: লোডশেডিংয়ের সমস্যায় আর ভুগতে হবে না! নতুন পদক্ষেপ নিল কেন্দ্র

তাই ইঞ্জিনিয়ারিং পাশ করার পর আইএএস হওয়ার জন্য তিনি প্রস্তুতি শুরু করেন। তিনি ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য কোন কোচিং নেননি। তবুও প্রথম বারের প্রচেষ্টায় ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইআরএস হন। তবে আইআরএস হয়ে তিনি সন্তুষ্ট হননি। তাই আইএএস হওয়ার জন্য আবার প্রস্তুতি নেন। দুইবার ব্যর্থ হয়েছিলেন তিনি।

এরপর ২০১৯ সালে তিনি আবার ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন। এরপর সর্বভারতীয় ১০৭ তম স্থান অর্জন করে আইএস হন। অংশুমান মনে করেন যে গ্রামে থেকেও ইউপিএসসি পরীক্ষায় প্রস্তুতি নেওয়া যায়। তবে এক্ষেত্রে সবথেকে বেশি প্রয়োজন হল ভালো মনসংযোগ। তিনি মনে করেন যে সীমিত সম্পদ নিয়েও যদি সঠিকভাবে প্রস্তুত করা যায় তাহলে ইউপিএসসি ক্র্যাক করা যায়।