Success Story

Papiya Paul

Success Story: মাত্র ২৭ বছর বয়সেই ৯০০০ কোটির মালিক! দেশের সর্বকনিষ্ঠ ধনকুবেরকে চেনেন?

নিউজশর্ট ডেস্ক: এই পৃথিবীতে এমন কিছু মানুষজন রয়েছে যাদের জীবনের গল্প(Success Story) অনুপ্রেরণা দেয় অন্যদেরকে। আজকের এই প্রতিবেদনে এমনই এক মানুষের কথা আপনাদেরকে জানাবো। যার বয়স মাত্র ২৭ বছর।

   

এই অল্প বয়সেই ইতিহাস সৃষ্টি করেছেন এই তরুণ যুবক। এখন ভারতের সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার হিসেবে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছেন তিনি।এনার নাম পার্ল কাপুর। ভারতের অন্যতম ধনী ব্যবসায়ীদের তালিকায় ইতিমধ্যেই নিজের নাম তুলে ফেলেছেন তিনি।

তিরিশের কোঠায় বয়স পেরোনোর আগেই নতুন ইতিহাস সৃষ্টি করেছেন এই পার্ল কাপুর। কিভাবে তিনি এত কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হলেন সেই গল্পই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব।

Pearl Kapoor,Success Story

আরও পড়ুন: এবার মাত্র ৯১ টাকার রিচার্জ প্ল্যানে চলবে ৯০ দিন! BSNL-র অফারে মিলবে একগুচ্ছ সুবিধা

বর্তমানে তিনি একটি স্টার্ট আপ সংস্থার মালিক। এই মুহূর্তে তিনি Zyber 36-এর প্রতিষ্ঠাতা। আর এই ব্যবসাতেই দুর্দান্ত সাফল্যের জন্য তিনি কোটিপতি ব্যবসায়ীর তকমা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন।

Pearl Kapoor,Success Story

এই সংস্থা হল একটি ওয়েব এবং AI ভিত্তিক স্টার্ট-আপ, যেটি ইউনিকর্ন স্ট্যাটাস অর্জন করতে পেরেছে। বর্তমানে এই কোম্পানির সম্পদ ভারতীয় মুদ্রায় ৯,১২৯ কোটি টাকা। তিনি কোম্পানির ৯০% শেয়ারহোল্ডার গ্রহণ করছেন। আর তার কোম্পানিতে অসংখ্য কর্মী কাজ করে নিজেদের জীবন প্রতিষ্ঠিত করতে পারছেন।