Digha

Papiya Paul

Digha: দীঘায় এবার ডবল মজা! তৈরী হচ্ছে এই নতুন পর্যটন কেন্দ্র, রাজ্য সরকারের বড়সড় আপডেট

নিউজশর্ট ডেস্কঃ বহু বাঙালি পর্যটকের কাছে সস্তায় এবং অল্প সময়ের মধ্যে ভালো ঘুরতে যাওয়ার জায়গা হল দীঘা(Digha)। একেবারেই হাতে কম সময় থাকলে এবং খরচ বেশি না করে দীঘায় ঘুরতে বেরিয়ে পড়েন পর্যটকেরা। এখানে প্রচুর পর্যটক ঘুরতে আসেন। আর এখন পর্যটকদের সুবিধা-অসুবিধার বিষয়টি দীঘা প্রশাসনের তরফ থেকে দেখা হয়।

   

সেই কারণে নানা রকমের গুরুত্বপূর্ণ পদক্ষেপ পর্যটকদের আকৃষ্ট করার জন্য তৈরি করা হচ্ছে। জানা গিয়েছে, এবার দিঘাতে মিলবে ওয়াটার পার্কের মজা। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই দিঘাকে গোয়ার আদলে তৈরি করা হবে।

তাই রাজ্য সরকারের তরফ থেকে দীঘাকে সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে। এখন দীঘায় উন্নতমানের রাস্তার পাশাপাশি তৈরি হচ্ছে বিরাট জগন্নাথ মন্দির। আর এবার সিঙ্গাপুরের আদলে দীঘায় তৈরি করা হবে ওয়াটার পার্ক। এমনিতেই সারাবছর দীঘায় পর্যটকদের ভিড় থাকে, তার উপর যদি ওয়াটার পার্ক তৈরি করা হয় তাহলে তো আর কোন কথাই নেই।

Digha

আরও পড়ুন:  Odisha: নৌকা করে ঘুরতে পারবেন জঙ্গলে, মিলবে প্রচুর পাখি-হরিণ দেখার সুযোগ, চলে যান এই সুন্দর লোকেশনে

জানা গিয়েছে, দীঘায় এই ওয়াটার পার্ক তৈরি করার উদ্দেশ্যে ইতিমধ্যে সরকারের তরফ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এটাও জানা গেছে দীঘা রেলওয়ে স্টেশনের পাশে হোটেল বৈশাখী এবং ইন্দ্রপুরী রয়েছে। তার বিপরীতেই এই ওয়াটার পার্ক তৈরি করা হবে। বলাই বাহুল্য, এবার এই ওয়াটার পার্কের জন্যই দীঘাতে আরো পর্যটক ভিড় করবেন।