Entertainment,Bollywood,Pathan,Shah Rukh Khan,Deepika Padukone,KRK,বিনোদন,বলিউড,পাঠান,শাহরুখ খান,দীপিকা পাডুকোন,কেআরকে

Additiya

শাহরুখের ‘পাঠান’র সাফল্য দেখে হিংসায় জ্বলেপুড়ে যাচ্ছে আমির খান! ফের বিস্ফোরক মন্তব্য KRK-র

বিতর্ক ছিল বহু। কিন্তু সমস্ত বিতর্ককে পেছনে ফেলে রেকর্ড গড়ল শাহরুখ(Shahrukh Khan)-দীপিকার(Deepika Padukone) ‘পাঠান’ (Pathan)। প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবি। কেবলমাত্র দেশেই ২০০ কোটির বেশি আয় করে ফেলেছে বলিউডের (Bollywood) এই ছবি। তবে কেবলমাত্র দেশে নয়। বিদেশেও এই ছবির রমরমা বাজার। সেখানেও প্রায় ২০০ কোটির বেশি ব্যবসা করেছে পাঠান।

   

‘বয়কট বলিউড ট্রেন্ড’-কে বুড়ো আঙ্গুল দেখিয়ে একের পর এক রেকর্ড ভাঙছে ‘পাঠান’। এই ছবিতে শাহরুখ খানের পাশাপাশি অভিনয় করতে দেখা গেছে দীপিকা পাড়ুকোন, জন ইব্রাহিম সহ আরও বেশ কয়েক অভিজ্ঞ তারকাদের। প্রথম থেকে এই ছবির পাশে দাঁড়িয়েছেন বলিউডের তারকারা। তবে এই ছবি নিয়ে খুশি নন আরেক সুপারস্টার আমির খান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই বিস্ফোরক দাবি করে বসলেন কেআরকে।

বরাবরই বিস্ফোরক মন্তব্য করে খবরের শিরোনামে থাকেন কেআরকে। পাঠান ছবি মুক্তি পাওয়ার আগেও একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। আর এবার তো তিনি বলেই বসলেন, আমির খান নাকি জ্বলছে শাহরুখ খানকে দেখে। শাহরুখ-দীপিকা অভিনীত এই ছবি নাকি বক্স অফিসে মুখ থুবড়ে পড়বে। ছবি মুক্তি পাওয়ার আগে এমনই মন্তব্য করেছিলেন কেআরকে। তবে ছবি প্রকাশ্যে আসার পরই বদলে গেল তাঁর মন্তব্য।

টুইট করে তিনি দাবি করেছেন, ‘সময় খারাপ যাচ্ছে অভিনেতা আমির খানের, বেচারার ছবি লাল সিং চাড্ডা মুখ থুবড়ে পড়েছে। তাঁর দ্বিতীয় দুঃখ শাহরুখ খানের সিনেমা বক্স অফিসে তোলপাড় ফেলেছে। কে আর কের এহেন মন্তব্যের পরেই ক্ষোভে ফুসছেন নেটিজেনরা। আমির খানকে ট্রোল করতে গিয়ে নিজেই নেটিজেনদের কটাক্ষের শিকার হলেন অভিনেতা[/caption]