নিষ্ক্রিয় হবে লক্ষ লক্ষ রেশন কার্ড, নির্দেশিকা জারি খাদ্য দফতরের! নিশানায় কারা?

নিষ্ক্রিয় হবে লক্ষ লক্ষ রেশন কার্ড, নির্দেশিকা জারি খাদ্য দফতরের! নিশানায় কারা?

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ আপনি কি রেশন কার্ডের চাল, গম তোলেন? তাহলে খাদ্য দফতরের নয়া নির্দেশিকা সম্পর্কে অবশ্যই জেনে রাখুন। বিশেষ করে যাদের অন্ত্যোদয় অন্ন যোজনার কার্ড বা AAY কার্ড রয়েছে তাদের উদ্দেশ্যেই নয়া নিয়ম জারি হয়েছে খাদ্য দফতরের। কি বলা হয়েছে নির্দেশিকায়? জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

রেশন কার্ড নিয়ে বড় নির্দেশিকা খাদ্য দফতরের

বাংলায় যে পরিমাণ AAY বা অন্ত্যোদয় অন্য যোজনার রেচন কার্ড রয়েছে তার একটা বড় অংশের বয়সই ১৮ বছরের কম। তাই এই কার্ডগুলি আদৌ বৈধ কি না জানার জন্যই জারি হল নির্দেশিকা। যেখানে বলা হয়েছে এই ধরণের কার্ডের গ্রাহকদের খোঁজ নিতে হবে। যদি কারোর খোঁজ না তাহলে দ্রুত কার্ড নিষ্ক্রিয় করে দিতে হবে। এমনকি যদি এই ধরণের গ্রাহকেরা কোনো পরিবারের অংশ না হয়ে থাকে তাহলে তাদের পরিবারের অন্তর্ভুক্ত করতে হবে।

আধিকারিকদের মতে, ১৮ বছরের নিচে বয়স হল পরিবারের মধ্যে থাকাটাই বাঞ্চনীয়। তাই এবার নির্দেশিকা জারি করে সেটা নিশ্চিত করার আদেশ দেওয়া হয়েছে।

নির্দেশিকা জারির উদ্দেশ্য কি?

আসলে এএযায় কার্ড ধরণকদের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য সুরক্ষা যোজনার দৌলতে প্রতিমাসে পরিবার পিছু ৩৫ কেজি চাল ও গম দেওয়া হয়ে একেবারে বিনামূল্যে। একইভাবে SPHH কার্ড ধারকডের জেজি চাল ও গম দেওয়া হয়। বর্তমানে পশ্চিমবঙ্গে মোট AAY কার্ড হোল্ডারদের সংখ্যা প্রায় ৫৪ লক্ষ ৯৯ হাজার বলে জানা যাচ্ছে। কিন্তু এখনও অনেক পরিবার এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। তাই তাদের নতুন করে এনরোল করতে ও যদি কোনো অবৈধ কার্ড থাকে সেটাকে  বাতিল করতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে।

আরও পড়ুনঃ ৩ মাসের জন্য বন্ধের পথে ইএম বাইপাসের একাংশ, চরম যাত্রী দুর্ভোগের আশঙ্কা!

ইতিমধ্যেই গোটা বিষয়টা নিয়ে খতিয়ে দেখা শুরু হয়েছে। জানা যাচ্ছে গত দুই বছরে এলজেন সদস্যের অন্ত্যোদয় কার্ডের সংখ্যা বেড়েছে অনেকটাই। তাই সেগুলি কতটা সঠিক সেটা দেখা হবে। এপর্যন্ত ১৩,১৮৬ টি এমন কার্ডের খোঁজ পাওয়া গিয়েছে। আগামীতে আরও পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। তারপর সেগুলিকে পরিবারের বাকি সদস্যদের সাথে সংযুক্ত করা যায় কি না সেটা দেখা হবে।

সঙ্গে থাকুন ➥