বেশ কয়েক বছর ধরে কলকাতা নাইট রাইডার্স দলে বাংলার কোন ক্রিকেটারকে দেখা যায় না। এক সময় কেকেআর দলে একাধিক বাঙালি ক্রিকেটার থাকলেও গত কয়েক বছরে কেকেআরের কোন বাঙালি ক্রিকেটার কে খেলতে দেখা যায় নি। এই নিয়ে সমর্থকদের মধ্যে কিছুটা অভিমান বারে বারে দেখা দিয়েছে। বাংলার ক্রিকেটারদের অন্যান্য রাজ্যের হয়ে খেলতে হয়। তবু কেকেআরে তাদের সুযোগ হয়ে ওঠে না এই নিয়ে বেশ কিছু বাঙালি ক্রিকেটারও নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন।
কিছু দিন আগেই এক সাক্ষাৎকারে ঋদ্ধিমান সাহা বলেছিলেন, বাংলার ক্রিকেটারদের বিশ্বাস করে না কলকাতা নাইট রাইডার্স। সেই নিয়ে অল্পবিস্তর জলঘোলাও হয়েছিল।
তবে এবার ঋদ্ধিমান সাহার সম্পূর্ণ উল্টো সুর শোনা গেল সিএবি সভাপতি অভিষেক ডালমিয়ার গলায়। এইদিন মেসার্স কাপের ফাইনালের পর সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া বলেন, “আমাদের পাশে দাঁড়ানোর জন্য কেকেআর-কে ধন্যবাদ। গত কয়েক বছর ধরে ওরা আমাদের সাহায্য করছে।”