Abir Chatterjee

Moumita

‘তারকাদের অন্ধভাবে ফলো করা উচিত নয়’, ভক্তদের বিশেষ পরামর্শ আবির চ্যাটার্জীর

গ্ল্যামার ওয়ার্ল্ড(Glomour World)মানেই রঙিন আলোর ঝলকানি। নিত্যনতুন স্টাইল স্টেটমেন্ট গ্ল্যামার দুনিয়ার বাসিন্দাদের স্টাইল অনুকরণ করেন এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। তারা কী খাচ্ছেন, কী পরছেন সবকিছুই ভক্তদের নখদর্পণে থাকে। অনেকেই হয়ত ভাবেন যে, সবটাই নকল করলেই যেন তাঁদের মতো দেখতে, কিংবা তাঁদের মতো হয়ে যাওয়া সম্ভব। তবে বিষয়টা যে একেবারেই সেরকম নয় সেটাই মনে করিয়ে দিলেন আবির চট্টোপাধ্যায়(Abir Chatterjee)।

   

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, স্টারদের অনুকরণ করলেই তাদের মতো ফিট হওয়া যায় না। কারণ প্রতিটা মানুষের দেহের গঠান আলাদা। শরীরের চাহিদা আলাদা। তাদের শরীরের সমস্যা আলাদা। নিজের শরীরের গঠন অনুযায়ী ডায়েট মেনে চলতে হয়। সবার ডায়েট যে এক হবে তা তো মোটেও নয়। কারণ শরীরের সমস্যা আলাদা হওয়ার কারণে সকলের চাহিদাও আলাদা হবে।

সেই কারণেই প্রিয় তারকা যা খাচ্ছেন সেটা খেয়ে আপনার নিজেকে ফিট না-ও মনে হতে পারে। একজন স্টারের স্কিন চর্চার রুটিন যা হবে সেই রুটিন যে আপনার স্কিনেও প্রযোজ্য হবে এমনটা মোটেও নয়। এইসব কারণেই নিজের প্রিয় স্টারকে অন্ধের মত ফলো করা উচিত নয় এবং এইটা করারও কোনো মানে হয়না বলে মনে করেন আবির চট্টোপাধ্যায়।

প্রসঙ্গত, আবির এইমুহুর্তে তার আগামী ছবির কাজ নিয়ে ব্যস্ত। তার হাতে রয়েছে নতুন গোয়েন্দা কাহিনী। একথা তো আর বলার অপেক্ষা রাখে না যে ৮-৮০ সকলেই আবিরকে গোয়েন্দা হিসেবে গ্রহণ করেছেন। ফেলুদা, ব্যোমকেশ, কিরীটি ছেড়ে আবির এখন দীপক চ্যাটার্জি। এই প্রথমবার সিনেমার পর্দায় আসছে স্বপনকুমারের গোয়েন্দা চরিত্র দীপক। জানা যাচ্ছে খুব শীঘ্রই কাজ শুরু হবে।

টলিউড,বিনোদন,গসিপ,আবির চ্যাটার্জি,নতুন ছবি,হইচই,গোয়েন্দা দীপক,Tollywood,Entertainment,Gossip,Abir Chatterjee,New Movie,Hoichoi,Goyenda Deepak

সূত্রের খবর, হইচই নাকি এবার সিরিজ ছেড়ে বেরিয়ে ছবি তৈরি করার কাজে মন দিয়েছে। আর সেখান থেকেই আবিরের হাতে চলে এসেছে নতুন কাজ। এই ওটিটি প্লাটফর্মেই আসছে আবির চ্যাটার্জির নতুন ছবি গোয়েন্দা দীপক। সূত্রের খবর, স্বপনকুমারের লেখা ‘বাদামী হায়েনার কবলে’ গল্প অবলম্বনে তৈরি হবে এই ছবি। পরিচালনার দায়িত্বে থাকবেন দেবালয় ভট্টাচার্য। সাথে এটাও জানা গেছে, আবিরের সাথে স্বপনকুমার নিজেও অভিনয় করবেন।