টলিউড,বিনোদন,গসিপ,আবীর চট্টোপাধ্যায়,ইশা সাহা,অর্জুন চক্রবর্তী,Tollywood,Entertainment,Gossip,Abir Chatterjee,Isha Saha,Arjun Chakraborty

Moumita

ফ্রাঞ্চাইজি ছাড়া ছবি করতে রাজি হন না আবীর! অভিযোগের ভিত্তিতে মুখ খুললেন অভিনেতা

এই মুহূর্তে যে কয়জন অভিনেতা বাংলা ইন্ডাস্ট্রিতে রাজ করছেন, আবীর তাদের মধ্যে অন্যতম। ফেলুদা, ব্যোমকেশের পর এবার সোনাদার ফ্র্যাঞ্চাইজিতে বাজিমাত করেছেন তিনি। একটার পর একটা দূর্দান্ত সিনেমা নিয়ে হাজির হচ্ছেন প্রেক্ষাগৃহে। খবর অনুযায়ী, খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে তার পরবর্তী ছবি ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’।

   

খবর প্রকাশ্যে আসা মাত্রই উচ্ছাসিত হয়ে পড়েছে ভক্তমহল। আসলে সোনাদা মানেই যে, নতুন কোনো রহস্য। এই সিরিজের প্রথম দুটো পর্বের অভূতপূর্ব সাফল্যের পর পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় নেমে পড়েছেন তৃতীয় ছবি নিয়ে। আসন্ন পুজোতেই মুক্তি পাবে এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি।

যদিও এই ফ্র্যাঞ্চাইজি ছবি করা নিয়ে বহুবার বিতর্কে জড়িয়েছেন অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। সম্প্রতি এই প্রসঙ্গেই নিজের মতামত জানালেন অভিনেতা। দিনকয়েক আগেই একটি সাক্ষাৎকারে আবির জানিয়েছেন যে, “একটা সময় অনেকের আমার বিরুদ্ধে অভিযোগ ছিল যে, আমি ফ্র্যাঞ্চাইজি ছাড়া কাজ করি না । তারপর অবশ্য দেখলাম, তারা নিজেরাই উঠে পড়ে ফ্র্যাঞ্চাইজির সব ছবি করছেন ।”

অভিনেতার কথায় ফ্র্যাঞ্চাইজির একটা বিশেষ মজা রয়েছে। একটা ছবি দেখার পর দর্শকরা উদগ্রীব হয়ে ওঠে পরের পর্বের গল্প জানার জন্য। তারা সবসময়ই আশা করে যে, পরের পার্টটা আর বেশি উত্তেজনাপূর্ণ হবে। আর তার পরের পার্টটা আরো বেশি। আর দর্শকদের এই প্রত্যাশা পূরণ করার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করাটাই সবচেয়ে মজার।

টলিউড,বিনোদন,গসিপ,আবীর চট্টোপাধ্যায়,ইশা সাহা,অর্জুন চক্রবর্তী,Tollywood,Entertainment,Gossip,Abir Chatterjee,Isha Saha,Arjun Chakraborty

আর এই চ্যালেঞ্জটাকেই জড়িয়ে ধরতে ভালোবাসেন আবীর। তবে ফ্র্যাঞ্চাইজি সফল হলে সেটাও একটা বাড়তি প্রেশার হয়ে যায় কি? এই প্রশ্নের উত্তরে আবীর জানান, “সোনাদা সিরিজটা আট থেকে আশি সকলের জন্য। দ্বিতীয় ছবি যখন প্রথমটার তিন বছর পর মুক্তি পেল, তখনও হলে দর্শক সপরিবারে গিয়েছেন। তাই তৃতীয় ছবি নিয়ে একটা প্রত্যাশা নিশ্চয়ই সকলের আছে।”

এর সাথে অভিনেতার আরো সংযোজন, “তবে সোনাদার একটা মজা আছে। সাহিত্যে সোনাদার কোনও ভিত নেই। সেটা কিন্তু বাংলায় খুব কম ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রেই হয়েছে। বাংলা সাহিত্যে এত ভাল ভাল উপাদান আছে যে পরিচালকরা সাধারণত সেগুলো নিয়েই কাজ করেন। এ ক্ষেত্রে সেটা হয়নি।” প্রসঙ্গত, আসন্ন ছবি ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী ও ইশা সাহা।