খারাপ ল্যান্ডিং-এর পরেও চলছে রোভার! আশায় বুক বাঁধছে ইসরো

পরিকল্পনামাফিক চাঁদের মাটিতে ল্যান্ড করানো যায়নি ল্যান্ডার বিক্রমকে। যার ফলে চাঁদের মাটিতে নামলেও রোভার নিয়ে আশা হারিয়ে ছিলেন ভারতের বিজ্ঞানীরা। কিন্তু ‘নাসা’র এক বিজ্ঞানী সম্প্রতি দাবি করেছেন, আগের অবস্থান থেকে সরেছে রোভার। অর্থাৎ, কোনও ভাবে চালু হয়ে গিয়েছিল যন্ত্রের মেশিন। যদিও এই তথ্য এখন কতটা সত্য সে ব্যাপারে প্রশ্ন থাকছে। তবে ১০ মাসের আগের ছবি এবং এখনকার ছবি মেলালে দেখা যাচ্ছে, জায়গা বদলেছে রোভার।

Avatar

Koushik Dutta

X