Papiya Paul

TRP তলানিতে, গল্প ভালো হয়েও শেষ হচ্ছে ‘বাংলা মিডিয়াম’, সিরিয়াল নিয়ে মুখ খুললেন ‘ভিকি’

নিউজশর্ট ডেস্কঃ বাংলা সিরিয়ালগুলি(Bangla Serial) এখন বাংলা গৃহস্থ বাড়িগুলির সাথে ওতপ্রোতভাবে জড়িত। সকাল সন্ধ্যা মা-কাকিমাদের অন্যতম বিনোদনের সঙ্গী এই বাংলা সিরিয়ালগুলি। তবে কিছু সিরিয়াল থাকে যেগুলি বিশেষভাবে জায়গা করে নেয় দর্শকদের মনে। এমন সিরিয়ালগুলি দর্শকদের প্রিয় হবার পেছনে থাকে অনেক কারণ। কখনো ধারাবাহিকে বিখ্যাত নায়ক নায়িকার অভিনয় আবার কখনো ধারাবাহিকের অসাধারণ গল্প। এমনই একটি সিরিয়াল ছিল ‘বাংলা মিডিয়াম'(Bangla Medium)।

   

এই সিরিয়ালটি অনেক প্রত্যাশা নিয়ে শুরু হলেও খুব একটা দাগ কাটতে পারেনি দর্শকের মনে। এই সিরিয়ালের প্রধান চরিত্রেও অভিনয় করেছিলেন বাংলা সিরিয়ালের দুই নামী নায়ক-নায়িকা। শুরুর দিকে গল্প কিছুটা জমলেও অল্প দিনেই এর থেকে মুখ ফেরাতে থাকে দর্শকরা। আর সেই কারণেই এইবার বন্ধ হতে চলেছে বাংলা মিডিয়াম। গত বছর নভেম্বর মাসে শুরু হয়েছিল এই সিরিয়াল। কিন্তু নিজের এক বছরও পূর্ণ করল না এই সিরিয়াল। ধারাবাহিকের দুই চরিত্র ভিকি ও ইন্দিরার পথচলা শেষ হচ্ছে পুজোর আগেই। হঠাৎই এই খবর আশায় কিছুটা হলেও দুঃখী সিরিয়াল প্রেমীরা। আর এবারে হঠাৎই এমন ধারাবাহিক বন্ধ নিয়ে মুখ খুললেন ধারাবাহিকের নায়ক নীল ভট্টাচার্য।

জি বাংলার উমা ধারাবাহিকের পর বাংলা মিডিয়ামের হাত ধরে কামব্যাক করেছিল নীল। তবে দুর্ভাগ্যবশত কামব্যাকটি রাজকীয় হলো না তার। শুরু থেকেই TRP লিস্টে নিচে থাকায়, অবশেষে এই কঠিন সিদ্ধান্ত চ্যানেল কর্তৃপক্ষের। জানা যাচ্ছে, আগামী ৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক “তুমি আশেপাশে থাকলে”। মূলত এই সিরিয়ালকে জায়গা দেওয়ার জন্যই বন্ধ করা হচ্ছে ‘বাংলা মিডিয়াম’। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে অন্তিম পর্বের শ্যুটিং। পুজোর পরই সেই অন্তিম পর্ব হবে টেলিকাস্ট।

এ বিষয়ে ধারাবাহিকের ভিকি অর্থাৎ অভিনেতা নীল জানান, ‘ঠিকই আছে, ৩০০ পর্ব পর্যন্ত সম্প্রচারিত হয়েছে, সেটাই এখন বড় ব্যাপার। প্রত্যেকটা গল্প একটা নির্দিষ্ট সময়ে এসে শেষ করা উচিত। আমারদেরটার ক্ষেত্রেও তাই হচ্ছে’। এরপরেই মন খারাপ প্রসঙ্গে তার বক্তব্য, ” ‘যে কোনও কাজই তা তাড়াতাড়ি শেষ হোক বা অনেক দিন সম্প্রচারের পর, সব সময়ই মন খারাপ হয়। কিন্তু আমাদের গল্পটা যেভাবে শেষ হচ্ছে তাতে আমি খুশি’।

এখন সিরিয়ালে অভিনয়ের পাশাপাশি ব্যবসা নিয়েও বেশ ব্যস্ত অভিনেতা। খুব বেশিদিন হয়নি ‘তৃণীল’ পোশাকের ব্যবসা শুরু করেছেন তিনি। আগামী দিনের কাজ প্রসঙ্গে নীল জানান, “এরপর বেশ কয়েকটি সিনেমা এবং ওয়েব সিরিজে সই করেছেন তিনি।” তবে, ফের কবে তিনি ছোটপর্দায় ফিরবেন , সেটি এখনও পরিষ্কার করে বলেননি অভিনেতা।