Papiya Paul

একটার পর একটা বিপদ, পা সারতেই আবার গুরুতর অসুস্থ ‘রুবেল’, হাসপাতাল থেকে শেয়ার করলেন ছবি

নিউজশর্ট ডেস্কঃ দুর্গোৎসবের দিনগুলি হাসপাতালেই কাটালেন অভিনেতা রুবেল(Rubel Das), সৌজন্যে ডেঙ্গু(Dengue)। মাত্র কয়েক মাস আগে এই বছরই জুলাই মাসে শ্যুটিং করতে গিয়ে গুরুতর চোট পান অভিনেতা। এবারে আবারও ডেঙ্গুর জন্য হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা। এদিন নিজের পোস্টেই জানালেন সেই খবর। আর একইসঙ্গে প্রশংসা ও ভালবাসাতেও ভরালেন প্রেমিকা ও অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে(Sweta Bhattacharya)।

   

বঙ্গবাসী এখনও পুজোর রেশ কাটিয়ে উঠতে পারেনি। এখনও চলছে শুভ বিজয়ার বার্তালাপ। চলছে সিঁদুর খেলা, কোলাকুলি। আর এই বিজয়ের শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন তারকারাও। প্রত্যেক তারকাই নিজের ভক্তকুলের জন্য দিচ্ছেন নানান পোস্ট। তেমনি এদিন নিজের ভক্তদের উদ্দেশ্য শুভ বিজয়ার বার্তা পোস্ট করলেন ছোটো পর্দার অভিনেতা রুবেল। তবে তার পোস্ট একটু আলাদা বাকিদের তুলনায়। কারন তার পোস্ট করা সেলফিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে তিনি হাসপাতালের বিছানায় শুয়ে।

পরনে হাসপাতালেরই পোশাক। এই ছবির ক্যাপশনেই তিনি লিখেছেন, ‘শুভ বিজয়া জানাই সকলকে। এবার পুজো আমার কেটেছে ডেঙ্গির সঙ্গে, দ্বিতীয়া থেকে শুরু করে এখনও লড়াই শুধু সুস্থ হওয়া নিয়ে, তবে পরিবার পাশে না থাকলে এই লড়াই অনেক কঠিন ছিল। এছাড়াও রুবেল আরও বলেন, ‘বিশেষ করে শ্বেতা ভট্টাচার্য না থাকলে সুস্থ হওয়া খুব কঠিন ছিল। আমার জন্য তুমি নিজে ঠাকুর দর্শন পর্যন্ত করলে না, সারাদিন আমাকে খাইয়ে দেওয়া থেকে শুরু করে ডাক্তারের সঙ্গে কথা বলা, আমার ওষুধ, আমার রক্তপরীক্ষা, প্লেটলেট নিয়ে চিন্তা, আমাকে মানসিক শক্তি দেওয়া, আমার প্রত্যেক বিষয়ে খেয়াল রাখা।’

 

View this post on Instagram

 

A post shared by Rubel Das (@rubel.official)

তার তোলা ছবিটাতেও দেখা মেলে শ্বেতার। রুবেলের পাশে হাসি মুখে দাঁড়িয়ে সে। দু’জন দেখেই স্পষ্ট বোঝা যায় যে অনেকটা ঝড় গেলেও তারা আজও রয়েছে একে অপরের পাশে। তার এই খারাপ সময়তে তার পাশে দাঁড়িয়েছে নেট নাগরিকরা। বহু অনুরাগীরা তাঁর সুস্থতা কামনা করেছে। কেও কেও আবার প্রশংসায় ভরিয়েছে শ্বেতাকে। অনেকেই বলেছেন, উমা কি শুধুই মন্ডপে থাকেন? আসলে উমা তো সাধারণ মানুষের মধ্যেই বিরাজমান।