Papiya Paul

মা বাঙালি, বাবা জার্মান তবুও মুসলিম পদবী ব্যবহার করেন দিয়া মির্জা, রইল আসল কারণ

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেন দিয়া মির্জা(Dia Mirza)। তার সুন্দর হাসি ও সৌন্দর্যে মুগ্ধ ছিলেন অসংখ্য অনুরাগীরা। বহু হিট ছবি তিনি দর্শকদের উপহার দিয়েছেন। যদিও বেশি ছবিতে তাকে দেখা যায়নি। এখন বহুবছর তিনি সিনেমা থেকে সরে গিয়েছেন। বিজ্ঞাপন, মডেলিংয়ের কাজ,বিচারক হিসাবে দেখা যায় তাকে। তার সবথেকে জনপ্রিয় ছবি হল ‘রেহনা হ্যায় তেরে দিল মে’।

   

এই ছবিতে তার অভিনয় দেখে প্রশংসা করেন দর্শকেরা। অভিনয়ের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা চলে। অভিনেত্রীর জীবন শুরু থেকেই বেশ ওঠাপড়ার মধ্য দিয়েই চলেছে। যখন তার বয়স মাত্র ৯ বছর তখন তার বাবা-মায়ের মধ্যে ডিভোর্স হয়। তার বাবা ফ্রাঙ্ক হেনড্রিচ, জার্মানির বাসিন্দা ছিলেন।

প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্সের পর তার মা দীপা দ্বিতীয়বার বিয়ে করেন আজিজ মির্জাকে। অভিনেত্রী তার দ্বিতীয় পিতাকে খুবই ভালবাসতেন। তাই তিনি তার দ্বিতীয় পিতার টাইটেল ব্যবহার করেছেন। মাত্র ১৮ বছর বয়সে ২০০০ সালে মিস এশিয়া-প্যাসিফিকের মতো বড় খেতাব জিতেছিলেন দিয়া মির্জা।

বর্তমানে তাকে অভিনয়ে সেভাবে দেখা যায় না। যদিও বহুবছর পর তাকে বড়পর্দায় দেখা গিয়েছিল সঞ্জয় দত্তের বায়োপিক সঞ্জু ছবিতে। তার অভিনীত বেশ কয়েকটি জনপ্রিয় ছবি হল- ‘তুমকো না ভুল পিওন’, ‘সালাম মুম্বাই’, ‘রেহেনা হ্যায় তেরে দিল মে’, ‘ তুমসা নাহি দেখা লাগে রাহ মুন্না ভাই’। আগের বছর অভিনেত্রী দ্বিতীয়বার বিয়ে করেছেন বৈভব রেখিকে। তাদের একটি ছোট্ট পুত্র সন্তান হয়েছে।