Idhika Paul

Idhika Paul: চুপিসারে বিয়ের পিঁড়িতে ইধিকা! ফাঁস করলেন পাত্রের পরিচয়, আপনারাও চেনেন তাকে?

নিউজশর্ট ডেস্কঃ বাংলা সিরিয়াল(Bengali Serial) জগতে পরিচিত মুখ ইধিকা পাল(Idhika Paul)। যদিও মাত্র দুটো সিরিয়ালে তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। তবে এর মধ্যেই তিনি বাংলাদেশে সুপারস্টার শাকিব খানের প্রিয়তমা ছবির নায়িকা হয়েছেন। আর টলিউডের দেবের বিপরীতেও অভিনয় করছেন সকলের প্রিয় রঞ্জা।

তবে এবার জানা গিয়েছে খুব শীঘ্রই নাকি বিয়ে করছেন অভিনেত্রী। এমনকি তিনি বরের নামও হাসতে হাসতে জানিয়ে দিয়েছেন। এই বরকে সকলেই চেনে। এক কথায় সকলের প্রিয় তিনি। আসলে সম্প্রতি টলিউডের একটি পাপারাজির অ্যাকাউন্ট থেকে ব্রাইডাল লুকে দেখা মিলেছে ইধিকার। এদিন মেরুন রঙের ভারী লেহেঙ্গা চোলিতে সেজেছেন অভিনেত্রী। ডিপনেক ব্লাউজ আর ভারী গয়নাতে একেবারে অসাধারণ লুকে দেখা যাচ্ছে এই নায়িকাকে।

হাতে বালা, সিথিতে টিকলি, আংটি, একেবারেই গয়নায় ভরে উঠেছেন তিনি। এই ফটোশুটের মাঝখানেই ভিডিও তোলা হয়েছে। যেখানে তাকে প্রশ্ন করা হয়েছে, ‘এত সাজ কেন?’ এর উত্তরে তিনি বলেছেন, ‘আমার বিয়ে’। আর বরের নাম জানতে চাইলে তিনি বলেন, ‘শিব’। অর্থাৎ শিব মানে মহাদেব।’ মজার চলে নিজের বিয়ের কথা জানিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন: Tata Motors: Tata-র এই গাড়ির কাছে পাত্তা পাবে না Maruti Swift, মিলবে বিশাল মাইলেজ, সঙ্গে দুর্ধর্ষ ফিচার্স

প্রসঙ্গত, দেবের খাদান ছবিতে নায়িকার চরিত্রে দেখা যাবে ইধিকাকে। এখন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা হয়ে উঠেছেন তিনি। তাইতো শাকিব খানের পর এবার ‘কবি’ সিনেমাতে শরিফুল রাজের সঙ্গে কাজ করতে দেখা যাবে এই অভিনেত্রীকে। এই মুহূর্তে তিনি নিজের ক্যারিয়ার নিয়ে ভাবতে পছন্দ করছেন, প্রেম করার সময় তার কাছে নেই। আর তিনি পুরোপুরি সিঙ্গেল।

Avatar

Papiya Paul

X