নিউজশর্ট ডেস্কঃ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। ৮ থেকে ৮০ সকলের মেতে ওঠে এই পূজোর আনন্দে। এই উৎসব মিলনের উৎসব। দূর দেশ ও দূর রাজ্য থেকে সকল বাঙালিরা একত্রিত হয় নিজে নিজে স্থানে, পুজোর আনন্দ নিতে। ষষ্ঠী থেকে দশমী, পুজোর এই পাঁচ দিন সকলেই চুটিয়ে মজা করে। নিজেদের সমস্ত কাজ ফেলে মেতে ওঠে উৎসবের আনন্দে।
তেমনি পুজোর চার দিন নিজের নিজের মতন করে উৎসব উদযাপন করেন সেলিব্রিটিরাও। পুজোর চার দিন তাদেরও নো শ্যুটিং। হয় না লাইটস, ক্যামেরা, অ্যাকশন। ক্যামেরা থেকে দূরে তারাও এই সময় পুজো কাটান একান্তে। কেও দূর দেশে ভ্রমণ করে তো কেউ আবার নিজের বারোয়ারি পূজো নিয়েই থাকে ব্যস্ত। তেমনি অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী(Mimi Chakraborty) জানালেন তিনি কিভাবে কাটান পুজো।
কসবায় বাড়ি অভিনেত্রীর। সেখানেই নিজের পুজো শুরু করেছেন নায়িকা-সাংসদ মিমি। পুজোর দিনগুলি আর অন্য কোথাও যান না মিমি। বোধন থেকে বিসর্জন প্রতিদিনই তার কাটে নিজ মণ্ডপে। অভিনেত্রীর ধুনুচি নাচও খুবই জনপ্রিয়। আর এই ধুনুচি নাচ দেখবার জন্য ভিড় জমায় অনুরাগীরা। এই প্রসঙ্গে অভিনেত্রীর বক্তব্য, “আমি পুজোর সময় কাজ করি না। নিজের পুজো আছে। সেখানেই চারটে দিন কাটাই। ধুনুচি নাচ করি, অঞ্জলি দিই। এখানেই আমার প্রতিটা দিন কাটে।”
View this post on Instagram
মিমির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও দেখা গেছে তার পাড়ার পুজোর ছবি। খোলা-মেলা বাঙালি সাজে সেখানে ধরা দিয়েছেন তিনি। মা-বাবা, পরিবার-পরিজন সকলকে নিয়েই তার কাটছে পুজোর দিনগুলি। সম্প্রতি পুজোয় মুক্তি পেয়েছে তাঁর অভিনীত নতুন ছবি ‘রক্তবীজ’। আবীর চট্টোপাধ্যায় এবং মিমির এই নতুন ছবি দেখে খুশি অনুরাগীরা।