Oindrila Sen

চমকের পর চমক, ‘ফাগুন বউ’র পর আবার পর্দায় ফিরছেন ঐন্দ্রিলা, খুশি ভক্তরা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হলেন ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। দুষ্টু মিষ্টি এই মেয়েটা অনেকদিন ধরেই কাজ করছেন এই টলি (Tollywood) ইন্ডাস্ট্রিতে। জি বাংলার ‘সাত পাকে বাঁধা’ সিরিয়ালের দুষ্টু আজ সকলের পরিচিত মুখ। সেই দুষ্টু এখন পৌঁছে গেছেন বড় পর্দায়।

যাইহোক, ‘সাত পাকে বাঁধা’র পর তাকে দেখা গেছিল ‘ফাগুন বউ’ ধারাবাহিকে। এটাই ছিল ছোটপর্দায় তার শেষ কাজ। এরপর তিনি পা রেখেছেন বড় পর্দায়। চুটিয়ে অভিনয় করেছেন এই অভিনেত্রী। আর এবার ঐন্দ্রিলার হাতে এল আরো এক নতুন কাজ।

সূত্রের খবর, ছোট পর্দা, বড় পর্দার পর ওটিটির পর্দায় নিজেকে মেলে ধরবেন অভিনেত্রী। পরিচালক সানি ঘোষ রায় পরিচালিত ‘শ্বেতকালী’র (Shwetkali) হাত ধরে ওটিটিতে পা দিচ্ছেন তিনি। সূত্রের খবর, Zee5 এ দেখানো হবে এই নতুন সিরিজটি।

টলিউড,বিনোদন,গসিপ,ঐন্দ্রিলা সেন,প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,ওয়েব সিরিজ,শ্বেতকালী,Tollywood,Entertainment,Gossip,Oindrila Sen,Prosenjit Chatterjee,Web Series,Shwetkali

প্রাপ্ত খবর অনুযায়ী, বেশ রহস্য রোমাঞ্চকর হতে চলেছে ঐন্দ্রিলার এই সিরিজটি। ইতিমধ্যেই শুটিংও শুরু হয়ে গেছে বলে খবর‌। শ্রীরামপুর রাজবাড়িতে হচ্ছে এই ছবির শ্যুটিং। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, আগামী এপ্রিল মাসেই মুক্তি পেতে চলেছে সিরিজটি।

ঐন্দ্রিলার পাশাপাশি অভিনয় করছেন সাহেব ভট্টাচার্য, সৌরভ চক্রবর্তী, ঋষি কৌশিক, প্রান্তিক ব্যানার্জি সহ আরও অনেকে। উল্লেখ্য, ২০০৪ সালে মাত্র ৭ বছর বয়সে রবিকিনাগী পরিচালিত ‘বন্ধন’ সিনেমাতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন তিনি। তারপর থেকেই চলতে থাকে অভিনয়ের সফর‌।

এদিকে আগামী প্রোজেক্টের কথা বললে, ঐন্দ্রিলা ওয়েব সিরিজের পাশাপাশি ব্যস্ত অঞ্জন কাঞ্জিলাল পরিচালিত আগামী ছবি ‘সাজঘর’ নিয়ে। এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে তাকে। যদিও ছবির চিত্রনাট্য সম্পর্কে এখনো কোনো খবর মেলেনি। তবে দুই তারকার বয়সের ব্যবধান নিয়ে নেটিজনরা ট্রোল করতে ছাড়ছেনা।

Avatar

Moumita

X